Welcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজকল্যাণ বার্তা, জুন # সেপ্টেম্বর /২০২৪, সংখ্যা- ০৬ (রেজিঃ ৭৩/৭৬) প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের "গবেষণা ও প্রকাশনা" মেনুর "প্রকাশনাসমূহ" সাবমেনুতে পাওয়া যাবে।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ এর সমাজসেবা অধিদপ্তরে আগমন ও পরিচিতি অনুষ্ঠান এবং দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত (১৩.০৮.২০২৪) । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল ৯.৪৫ মিনিটে সমাজদর্পণ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।   

 

 


ভিডিও গ্যালারি

 

সামাজিক নিরাপত্তা ।। ভাতা প্রদান কার্যক্রম

 

সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ০৫ শত ৬৭ জন মানুষ

২০২৩-২৪ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাধীন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ০৫ শত ৬৭ জন মানুষ। বয়স্কভাতা কর্মসূচিতে মাসিক ৬০০ টাকা হারে ৫৮.০১ লক্ষ জন, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা কর্মসূচিতে মাসিক ৫৫০ টাকা হারে ২৫.৭৫ লক্ষ জন, প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে মাসিক ৮৫০ টাকা হারে ২৯.০০ লক্ষ জন, হিজড়া জনগোষ্ঠীর বিশেষভাতা কর্মসূচিতে মাসিক ৬০০ টাকা হারে ৫৬২০ জন, বেদে জনগোষ্ঠীর বিশেষভাতা কর্মসূচিতে মাসিক ৫০০ টাকা হারে ৫০৬৬ জন এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষভাতা কর্মসূচিতে মাসিক ৫০০ টাকা হারে ৫৪৩০০ জন G2P পদ্ধতিতে ভাতার অর্থ পাচ্ছেন।

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৯০০, ৯৫০, ৯৫০ ও ১৩০০ টাকা হারে ১ লক্ষ জন, হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ৩০০ জন, বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ৩৯৯৮ জন এবং অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ২৬২৮৩ জন G2P পদ্ধতিতে শিক্ষা উপবৃত্তির অর্থ পাচ্ছেন।

 

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে বাৎসরিক একাকলীন ৫০ হাজার টাকা করে মোট ৪০ হাজার জনকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

 

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ৬০ হাজার জনকে বাৎসরিক এককালীন ৫ (পাঁচ) হাজার টাকা করে G2P পদ্ধতিতে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।