শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সাথে সংঘর্ষে জড়িত বা সংস্পর্শে আসা শিশু বা অভিবাবক কর্তৃক প্রেরীত শিশুদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে একীভূত করার লক্ষ্যে শিশু উন্নয়ন কেন্দ্র পরিচারিত হচ্ছে। উন্নয়ন কেন্দ্রসমূহে স্বীকৃত পদ্ধতিতে আইনের সংস্পর্শে আসা শিশু ও অভিবাবক কর্তৃক প্রেরীত শিশুদের কেইস ওয়ার্ক, গাইডেন্স, কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন, ডাইভারশন ইত্যাদি স্বীকৃত পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ, ভরণপোষন, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন করে কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে সমাজে পুনর্বাসিত/আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।এ সকল প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৬০০ জন।
কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ
সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা উন্নয়ন কেন্দ্র (বালক/ বালিকা) সমূহ পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে ৩ জন তত্ত্বাবধায়ক শিশু উন্নয়ন কেন্দ্র (বালক/ বালিকা) পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের ৩টি জন উপপরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র (বালক/ বালিকা) পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক/ বালিকা’র তত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন।
সংশ্লিষ্ট আইন বিধি
সেবা
সেবা গ্রহীতা
সেবাদান কেন্দ্র:
ক্রম |
প্রতিষ্ঠানের নাম |
ঠিকানা |
নিবাসীর ধরন |
অনুমোদিত আসন |
বর্তমান নিবাসি |
০১ |
শিশু উন্নয়ন কেন্দ্র |
টংগী, গাজীপুর |
বালক |
৩০০ |
৬৯৩ |
০২ |
শিশু উন্নয়ন কেন্দ্র |
কোনাবাড়ী, গাজীপুর |
বালিকা |
১৫০ |
৬৮ |
০৩ |
শিশু উন্নয়ন কেন্দ্র |
পুলেরহাট, যশোর |
বালক |
১৫০ |
৩০৩ |
মোট |
৬০০ |
১০৬৪ |
কার্যাবলি
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
ঠিকানা |
টেলিফোন |
ওয়েব মেইল ঠিকানা |
টংগী, গাজীপুর |
+৮৮ ০২ ৯৮০১৩০৪ |
|
কোনাবাড়ী, গাজীপুর |
+৮৮ ০২ ৯২৯৮৮২৫ |
|
পুলেরহাট, যশোর |
+৮৮ ০৪২১ ৬৮৫২৪ |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা
ক্রম |
প্রতিষ্ঠানের নাম ঠিকানা |
কর্মকর্তার নাম ও পদবী |
মোবাইল নম্বর ও ই-মেইল |
০১ |
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) টংগী, গাজীপুর |
মোহাম্মদ দেলোয়ার হোসেন তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) |
০১৭১১২৪৮০৮৫ |
০২ |
শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) কোনাবাড়ী, গাজীপুর |
জনাব কে,এম, ওবায়দুল্লাহ আল মাসুদ তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) |
০১৯১৪-৮৮০২০৫ |
০৩ |
শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পুলের হাট, যশোর |
জনাব মো মঞ্জুরুল হাছান তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক) |
০১৭১৮-২৬৫৫৪৫ |