Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০২১

রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রমের নিয়োগ

আবেদনের নিয়মাবলী:

১. প্রার্থীকে লিংকে প্রদত্ত গুগল ফর্মে (এখানে ক্লিক করলেও লিংক আসবে) আবেদন করতে হবে।

 

২. গুগল ফর্ম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCWVzpdJoTUVRkOeyfj9uNuc-HbVmmV7YKVrNxG6FPxwI43Q/viewform?vc=0&c=0&w=1&flr=0

 

৩. আবেদন ফর্ম পূরণের পূর্বে অবশ্যই (ক) আবেদনকারীর গুগল একাউন্ট থেকে লগইন করতে হবে, (খ) আবেদনকারীর ছবি (JPEG File), (গ) জাতীয় পরিচয়পত্র (JPEG File), (ঘ) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ (PDF File) ও (ঙ) অভিজ্ঞতার সনদপত্র (PDF File), (চ) স্বাক্ষরিত জীবন বৃত্তান্ত (CV) (PDF File) (ছ) নিজ স্বাক্ষর (JPEG File) প্রয়োজন হবে। অনুগ্রহ করে উক্ত ফাইলসমূহ প্রস্তুতপূবর্ক ফর্মটি ফিলআপ শুরু করতে হবে।

 

৪. একজন প্রার্থী একটি পদে একবারই আবেদন করবেন। আবেদনপত্র গৃহীত হলে ১২ ঘন্টার মধ্যে আবেদনকারীর মেইলে আবেদনপত্র কনফারমেশন মেসেজ যাবে।

 

৫. যোগ্যতা থাকলে একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি