ড. মো. মহিউদ্দিন
ড. মো. মহিউদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে যোগদান করেছেন। তিনি ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। এর আগে, তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন।
ড. মো. মহিউদ্দিন ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তাঁর দীর্ঘ এবং অসাধারণ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার এবং ম্যাজিস্ট্রেট, এনডিসি, আরডিসি এবং ইউএনও হিসাবে কাজ করেন। তিনি প্রবাসীদের কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, তথ্য ও সম্প্রচার, চট্টগ্রাম হিল ট্র্যাক, ধর্মীয় বিষয়, সামাজিক কল্যাণ এবং পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন, এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মতো বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি সৌদি আরবে মক্কায় বাংলাদেশ হাজ্জ মিশনের কনসুল (Hajj) হিসাবেও কাজ করেছেন। তিনি বাংলাদেশ মহাসাগরীয় গবেষণা ইনস্টিটিউট (BORI), স্থায়ী ও নবায়নযোগ্য শক্তি উন্নয়ন কর্তৃপক্ষ (SERDA), বাংলাদেশ পর্যটন বোর্ড (BTB), ছোট ও মাঝারি উদ্যোগ (SME) ফাউন্ডেশন এবং অরণ্যনিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ছিলেন। ড. মোঃ মহিউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স এবং প্রথম শ্রেণীতে বি.কম (অনার্স) অর্জন করেছেন ও তথ্য ব্যবস্থা বিভাগ থেকে মাইক্রোফাইন্যান্সে পিএইচডি করেছেন । তিনি অস্ট্রেলিয়ার মাকুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়নের জন্য কার্যকর শাসনের ওপর পেশাগত উন্নয়ন প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কার্যকর নীতিমালা বাস্তবায়নের জন্য উন্নত পাবলিক সেক্টর ম্যানেজমেন্টে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
ড. মো. মহিউদ্দিন ১৯৬৬ সালের ৫ আগস্ট চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা জালাল আহমেদ এবং মোসাম্মৎ উম্মে কুলসুমের দ্বিতীয় পুত্র। তিনি সাইরা জেসমিনকে বিবাহ করেছেন এবং তার কন্যা আবিরা আফনান বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং অফিসার এবং পুত্র আদিব ফারহান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা, এর ক্লাস XII এর ছাত্র।