Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জীবন বৃত্তান্ত

 

মো: খায়রুল আলম শেখ   

 জনাব মো: খায়রুল আলম সেখ, সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ১৯৬৬ সালের ০২ অক্টোবর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চরবর্ণি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রয়াত পিতা মো: আয়েন উদ্দিন সেখ ও মাতা মরহুমা নবীরন্নেছা উভয়ে ধর্মভীরু ও সজ্জন ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন।

  অত্যন্ত মেধাবি ও চৌকষ কর্মকর্তা  জনাব খায়রুল আলম ১৯৮১ সালে ঢাকা বোর্ডের এস.এস.সি ও ১৯৮৩ সালে যশোর বোর্ডের এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে বি.এসসি.এজি(সম্মান) প্রথম শ্রেণি ও ১৯৯০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক্স বিষয়ে এম.এসসি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন ।

 জনাব খায়রুল আলম শেখ ১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সহকারি কমিশনার, সহকারি কমিশনার(ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রসাশক, জেলা প্রসাশক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

 এছাড়া সিনিয়র সহকারি সচিব, সচিবের একান্ত সচিব, উপ সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে তিনি ধর্ম মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্হ্য মন্ত্রণালয়ের স্বাস্হ্য সেবা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সাথে সরকারি দায়িত্বপালনের পাশাপাশি সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রান্তিক দুস্থ ও অনগ্রসর জনগোষ্টীর পূনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্হানসহ গণমানুষের সেবাদানে নিবেদিতপ্রাণ ছিলেন।জেলা প্রশাসকের দায়িত্বপালনকালে তিনি পিরোজপুর জেলাকে ‘মাল্টার সুবর্ণভূমি পিরোজপুর’ নামে ব্রান্ডিং করেছিলেন।

  বিভিন্ন সময় সভা, সেমিনার, ওয়ার্কশপে যোগদান, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে তিনি ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রিয়া, হাংগেরী, স্লোভাকিয়া, রোমানিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল সফর করেছেন।

   সরকারি পৃষ্টপোশকতায় তিনি বিসিএস প্রশাসন একাডেমি’র ব্যবস্থাপনায় নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ‘এ’ গ্রেডসহ ‘Masters of Public Policy and Management’ বিষয়ে ২য় মাস্টার্স ডিগ্রি এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ‘এ’ গ্রেডসহ ‘Masters of Public Health’ বিষয়ে ৩য় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি আমেরিকার ‘Duke  University’ থেকে নিগোসিয়েন ও পাবলিক ম্যানেজমেন্ট  ও ‘University of Alabama, Birmingham’ থেকে পাবলিক ম্যানেজমেন্টে উচ্চতর ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

  ব্যক্তিগত জীবনে তিনি জামালপুর জেলার সন্তান পারভীন সুলতানা'র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরা ডা: তাবাসসুম ফেরদৌস (শাওলিন), ওয়ায়েজা মো: জাওয়াদ(স্বস্তি) ও তারান্নুম ফেরদৌস (শৈলী)’র জনক-জননী।