Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০২৪

প্রতিষ্ঠান অধিশাখা

 মোঃ সাব্বির ইমাম

নাম

মোঃ সাব্বির ইমাম

পদবি

পরিচালক (প্রতিষ্ঠান)

অফিস

প্রতিষ্ঠান অধিশাখা

-মেইল

dir.inst@dss.gov.bd

ফোন (অফিস)

+৮৮ ০২ ৮১৮১৫০৪

ফ্যাক্স

+৮৮০২৪৭২১৮৯৪২

ফোন (বাসা)

 

 

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা এতিম ও অনাথ শিশু, প্রতিবন্ধী, দুঃস্থ, ভবঘুরে, অপরাধপ্রবণ ও সামাজিক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সংশ্লিষ্ট সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বাস্তবায়ন, নিয়ন্ত্রণ ও মনিটরিং কাজ এই অধিশাখার মাধ্যমে সম্পাদিত হয়।

পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে ১ জন অতিরিক্ত পরিচালক, ৪ জন উপপরিচালক, ৫ জন সহকারী পরিচালক, ১ জন সমাজসেবা অফিসার, ১ জন উপসহকারী প্রকৌশলী, ১ জন প্রশাসনিক কর্মকর্তা সদর দপ্তর পর্যায়ে দায়িত্ব সম্পাদন করে থাকে।

 

প্রতিষ্ঠান অধিশাখা আওতাধীন কার্যক্রম সমূহ:

১। প্রতিষ্ঠান-১:  সরকারি শিশু পরিবার, এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা, সোসিও ইকোনোমিক সেন্টার, দুঃস্থদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র, কার্যক্রম সমূহ;

২। প্রতিষ্ঠান-২: ছোটমণি নিবাস, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম), পি,এইচ,টি,সেন্টার, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূরক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ই,আর,সি,পি,এইচ), শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রামীন পুনর্বাসন উপ কেন্দ্র (আর, আর, সি), জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (টি, আর, সি, বি), মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র, কার্যক্রম সমূহ;

৩। ভবঘুরে কার্যক্রম: সরকারি আশ্রয় কেন্দ্র, সমূহ;

৪। সামাজিক প্রতিবন্ধী কার্যক্রম: সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সমূহ;

৫। প্রকৌশল কার্যক্রম: সমাজসেবা অধিদপ্তর এর আওতাধীন সকল ধরনের প্রতিষ্ঠানের মেরামত, সংস্করণ ও সম্প্রসারণ।