আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা
ভূমিকা:
সরকারি কর্মচারীগণকে যুগোপযোগী, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতির পিতা বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ, প্রজ্ঞাবান, দূরদৃষ্টি সম্পন্ন মানব সম্পদের চাহিদা পূরণার্থে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাঠ পর্যায়ে অধিদপ্তরের ৫৪টি বিভিন্ন ধরনের কর্মসূচিতে কর্মরত (১১-২০ তম গ্রেড) কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রতি কোর্সে ২৫ থেকে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ হিসাবে ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর আনুমানিক ৪০০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
পটভূমি (কার্যক্রম শুরুর সময়কাল উল্লেখসহ):
১৯৬৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আন্তঃপ্রশিক্ষণ কেন্দ্র (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) এর মাধ্যমে কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে এর নামকরণ করা হয় জাতীয় সমাজসেবা একাডেমি। অধিদপ্তরের বিশাল জনবলের প্রশিক্ষণ চাহিদা মেটানোর লক্ষ্যে ১৯৮১ সালে “আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র” শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা, খুলনা ও রাজশাহীতে তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। ১৯৯৯-২০০২ অর্থবছরে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে “আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও উন্নয়ন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করে এই তিন বিভাগে একটি করে তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হয়।
লক্ষ্য: সমাজসেবার ক্ষেত্রে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং দক্ষতা বিকাশে শ্রেষ্ঠত্ব অর্জন।
কর্মপরিকল্পনা
কোর্স নির্বাচন
খসড়া অফিস আদেশ প্রস্তুত
প্রশাসনিক অনুমোদন
চুড়ান্ত অফিস আদেশ
ওয়েবসাইটে প্রকাশ
সেশন পরিচালনা সিডিউল
সমাপনী ও সার্টিফিকেট বিতরণ
৪। প্রশিক্ষণ কোর্সসমূহ -
১। তথ্য প্রদানকারী কর্মকর্তা
মোঃ মাহবুবুল আলম , সহকারী পরিচালক
মোবাইল: ০১৭১৮০৮৪৭৫৬
e-mail: mahbub.son@gmail.com
নাম: শামসুন নাহার মাহমুদ, পদবী: ইন্সট্রাক্টর, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
মোবাইল নং- ০১৯২৮৯৪১৩০৩
ই-মেইল: shamsundss@gmail.com
২। বিকল্প কর্মকর্তা
নাম: মোসা: তাসলিমা খান, পদবী: ট্রেড ইন্সট্রাক্টর, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
মোবাইল নং- ০১৭১৭৪৭০৮০৩
ই-মেইল: taslimadss80@gmail.com
৩। আপীল কর্মকর্তা
নাম: মো: হাবিবুর রহমান, পদবী: উপপরিচালক ও আঞ্চলিক কেন্দ্রসমূহের সমন্বয়কারী
অফিসের নাম: আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
মোবাইল নং- ০১৭১২১৭৭২১৬
ই-মেইল: dd-rtc.dhaka@dss.gov.bd
পরিসংখ্যান (শুরু থেকে এ পর্যন্ত বছর ভিত্তিক বাজেট, উপকারভোগীর পরিসংখ্যান তথ্যাদি):
আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কতৃক আয়োজিত জুলাই ২০২৩ - জুন ২০২৪ পর্যন্ত প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাবলী :
ক্রমি: নং |
প্রশিক্ষণের বিষয় |
প্রশিক্ষণের সময়কাল |
প্রশিক্ষণার্থীর সংখ্যা |
||
পুরুষ |
মহিলা |
মোট |
|||
১। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২০ আগস্ট/২৩ হতে ২৪ আগস্ট/২৩ |
২০ |
১০ |
৩০ |
২। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২৭ আগস্ট/২৩ হতে ৩১ আগস্ট/২৩ |
১৮ |
১২ |
৩০ |
৩। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
১০ সেপ্টেম্বর/২৩ হতে ১৪ সেপ্টেম্বর/২৩ |
১৮ |
১২ |
৩০ |
৪। |
“আর্থিক ব্যবস্থাপনা কোর্স” |
১৭ সেপ্টেম্বর/২৩ হতে ২১ সেপ্টেম্বর/২৩ |
২৪ |
৮ |
৩২ |
৫। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২৬ সেপ্টেম্বর/২৩ হতে ২৭ সেপ্টেম্বর/২৩ |
১৮ |
১২ |
৩০ |
৬। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
০৮ অক্টোবর/২৩ হতে ১২ অক্টোবর/২৩ |
১৪ |
১৭ |
৩১ |
৭। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
১৫ অক্টোবর/২৩ হতে ১৯ অক্টোবর/২৩ |
২১ |
১০ |
৩১ |
৮। |
” ওরিয়েন্টেশন কোর্স” |
০৩ অক্টোবর/২৩ |
৭৫ |
১২ |
৮৭ |
৯। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২৪ ডিসেম্বর/২৩ হতে ২৬ ডিসেম্বর/২৩ |
৩০ |
০৩ |
৩৩ |
১০। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২৭ ডিসেম্বর/২৩ হতে ২৮ ডিসেম্বর/২৩ |
২৬ |
০৭ |
৩৩ |
১১। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
২১ জানুয়ারী/২৪ হতে ২৩ জানুয়ারী/২৪ |
২৪ |
০৫ |
২৯ |
১২। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
২৮ জানুয়ারী/২৪ হতে ৩০ জানুয়ারী/২৪ |
২১ |
০৮ |
২৯ |
১৩। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
০৪ ফেব্রুয়ারী/২৪ হতে ০৬ ফেব্রুয়ারী/২৪ |
২৩ |
০৮ |
৩১ |
১৪। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
১১ ফেব্রুয়ারী/২৪ হতে ১৩ ফেব্রুয়ারী/২৪ |
২৮ |
০১ |
২৯ |
১৫। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
১৮ ফেব্রুয়ারী/২৪ হতে ২০ ফেব্রুয়ারী/২৪ |
২৫ |
০৪ |
২৯ |
১৬। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
০৩ মার্চ/২৪ হতে ০৫ মার্চ/২৪ |
২৫ |
০৪ |
২৯ |
১৭। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
১০ মার্চ/২৪ হতে ১২ মার্চ/২৪ |
২২ |
০২ |
২৪ |
১৮। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
১৮ মার্চ/২৪ হতে ২০ মার্চ/২৪ |
২৪ |
০১ |
২৫ |
১৯। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
২১ এপ্রিল/২৪ হতে ২৫ এপ্রিল/২৪ |
১৮ |
১১ |
২৯ |
২০। |
”ওরিয়েন্টেশন কোর্স” |
১২ মে/২৪ হতে ১৬ মে/২৪ |
২৩ |
০৭ |
৩০ |
২১। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২০ মে/২৪ হতে ২১ মে/২৪ |
২০ |
০৬ |
২৬ |
২২। |
”পেশাগত দক্ষতা বৃদ্ধি” |
২৬ মে/২৪ হতে ২৭ মে/২৪ |
৩০ |
০৫ |
৩৫ |
|
মোট= |
|
৫৪৭ |
১৬৫ |
৭১২ |
কার্যক্রম ভিত্তিক স্থিরচিত্র: