Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০২৪

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা

ভূমিকা:

সরকারি কর্মচারীগণকে যুগোপযোগী, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতির পিতা বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ, প্রজ্ঞাবান, দূরদৃষ্টি সম্পন্ন মানব সম্পদের চাহিদা পূরণার্থে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাঠ পর্যায়ে অধিদপ্তরের ৫৪টি বিভিন্ন ধরনের কর্মসূচিতে কর্মরত (১১-২০ তম গ্রেড) কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রতি কোর্সে ২৫ থেকে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ হিসাবে ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর আনুমানিক ৪০০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

পটভূমি (কার্যক্রম শুরুর সময়কাল উল্লেখসহ):

১৯৬৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আন্তঃপ্রশিক্ষণ কেন্দ্র (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) এর মাধ্যমে কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে এর নামকরণ করা হয় জাতীয় সমাজসেবা একাডেমি। অধিদপ্তরের বিশাল জনবলের প্রশিক্ষণ চাহিদা মেটানোর লক্ষ্যে ১৯৮১ সালে “আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র” শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা, খুলনা ও রাজশাহীতে তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। ১৯৯৯-২০০২ অর্থবছরে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে “আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও উন্নয়ন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করে এই তিন বিভাগে একটি করে তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য:

লক্ষ্য: সমাজসেবার ক্ষেত্রে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং দক্ষতা বিকাশে শ্রেষ্ঠত্ব অর্জন।

উদ্দেশ্য: দরিদ্র অসহায় জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সমপন্ন জনগোষ্ঠী এবং যত্নশীল সমাজ বিনির্মাণের জন্য তথ্য – যোগাযোগ প্রযুক্তি ও আধুনিক সমাজকর্মের অনুশীলন নির্ভর বিশেষায়িত জ্ঞান এবং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দক্ষ ও সক্ষম জনশক্তি প্রস্তুত করা।

প্রদত্ত সেবার প্রসেস ম্যাপ:

কর্মপরিকল্পনা

 

কোর্স নির্বাচন

 

খসড়া অফিস আদেশ প্রস্তুত

 

প্রশাসনিক অনুমোদন

 

চুড়ান্ত অফিস আদেশ

 

ওয়েবসাইটে প্রকাশ

 

সেশন পরিচালনা সিডিউল

 

সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

৪। প্রশিক্ষণ কোর্সসমূহ -

  • বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক
  • Smart Bangladesh বির্নিমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার বিষয়ক কোর্স
  • Digital বাংলাদেশ হতে ‍Smart বাংলাদেশে উত্তরণ বিষয়ক
  • ৪র্থ শিল্প বিপ্লব অবহিতকরণ 
  • জাতীয় শূদ্ধাচার কৌশল (NIS) বাস্তবায়ন ও নৈতিকতা বিষয়ক
  • নবনিযুক্ত কর্মচারীদের ওরিয়েন্টেশন সংক্রান্ত প্রশিক্ষণ
  • পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক কোর্স
  • ক্ষুদ্রঋণ কার্যক্রম ব্যবস্থাপনা ও দারিদ্র বিমোচন কোর্স
  • সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনা কোর্স
  • নীতিমালার আলোকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যবস্থাপনা
  • শিশু সুরক্ষা কোর্স
  • আর্থিক ব্যবস্থাপনা কোর্স
  • পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা -২০০৮
  • ক্রয় পদ্ধতি (RFQ, OTM, DPM) ও অন্যান্য পদ্ধতি
  • অডিট আপত্তি, অডিট আপত্তি নিষ্পত্তির পদ্ধতি ও ব্রডশীট জবাব প্রদান সংক্রান্ত
  • ডি- নথি অফিস ব্যাবস্থাপনা  কোর্স
  • Basic Computer Training  কোর্স
  • বিশেষ প্রশিক্ষণ (ইশারা ভাষা)
  • বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রন বিষয়ক কোর্স
  • কম্পিউটার প্রশিক্ষণ কোর্স
  • ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (চাহিদা অনুযায়ী অন্যান্য প্রশিক্ষণ কোর্স)
  • ইন-হাউস প্রশিক্ষণ      

সেবা প্রাপ্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগের তথ্য:

১। তথ্য প্রদানকারী কর্মকর্তা

মোঃ মাহবুবুল  আলম , সহকারী পরিচালক

মোবাইল: ০১৭১৮০৮৪৭৫৬

e-mail: mahbub.son@gmail.com

 

নাম: শামসুন নাহার মাহমুদ, পদবী: ইন্সট্রাক্টর, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

মোবাইল নং- ০১৯২৮৯৪১৩০৩

ই-মেইল: shamsundss@gmail.com

২। বিকল্প কর্মকর্তা

নাম: মোসা: তাসলিমা খান, পদবী: ট্রেড ইন্সট্রাক্টর, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

মোবাইল নং- ০১৭১৭৪৭০৮০৩

ই-মেইল: taslimadss80@gmail.com

৩। আপীল কর্মকর্তা

নাম: মো: হাবিবুর রহমান, পদবী: উপপরিচালক ও আঞ্চলিক কেন্দ্রসমূহের সমন্বয়কারী

অফিসের নাম: আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

মোবাইল নং- ০১৭১২১৭৭২১৬

ই-মেইল: dd-rtc.dhaka@dss.gov.bd

 

 

পরিসংখ্যান (শুরু থেকে এ পর্যন্ত বছর ভিত্তিক বাজেট, উপকারভোগীর পরিসংখ্যান তথ্যাদি):

  • উপকার ভোগীর লক্ষ্যমাত্রা (২০০১-২০২৩) =67187 জন, উপকার ভোগীর সংখ্যা  (২০০১-২০২৩)=26926 জন)
  • ২০২১-২২ অর্থবছরে  ১২৪টি কোর্সের মাধ্যমে ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক সর্বমোট =৩৫৩৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • ২০২২-২৩ অর্থবছরে  ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক  মোট ২৬০৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কর্তৃক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ ১৫০ জনের উপস্থিতিতে একটি কর্মশালা আয়োজন করা হয়েছে।  
  • জুলাই ২০২৩ হতে  জুন ২০২৪ পযর্ন্ত  অর্থবছরে  ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক ১১২ টি কোর্সের মাধ্যমে ৩২৮৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাদের মধ্যে পুরুষ- ২৫০৭ জন এবং মহিলা - ৭৭৭ জন।

 

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কতৃক আয়োজিত জুলাই ২০২৩ - জুন ২০২৪ পর্যন্ত প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাবলী :

 

ক্রমি: নং

প্রশিক্ষণের বিষয়

প্রশিক্ষণের সময়কাল

      প্রশিক্ষণার্থীর সংখ্যা

পুরুষ

মহিলা

মোট

১।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২০ আগস্ট/২৩ হতে ২৪ আগস্ট/২৩

২০

১০

৩০

২।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৭ আগস্ট/২৩ হতে ৩১ আগস্ট/২৩

১৮

১২

৩০

৩।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

১০ সেপ্টেম্বর/২৩ হতে ১৪ সেপ্টেম্বর/২৩

১৮

১২

৩০

৪।

“আর্থিক ব্যবস্থাপনা কোর্স”

১৭ সেপ্টেম্বর/২৩ হতে ২১ সেপ্টেম্বর/২৩

২৪

৩২

৫।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৬ সেপ্টেম্বর/২৩ হতে ২৭ সেপ্টেম্বর/২৩

১৮

১২

৩০

৬।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

০৮ অক্টোবর/২৩ হতে ১২ অক্টোবর/২৩

১৪

১৭

৩১

৭।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

১৫ অক্টোবর/২৩ হতে ১৯ অক্টোবর/২৩

২১

১০

৩১

৮।

” ওরিয়েন্টেশন কোর্স”

০৩ অক্টোবর/২৩

৭৫

১২

৮৭

৯।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৪ ডিসেম্বর/২৩ হতে  ২৬ ডিসেম্বর/২৩

৩০

০৩

৩৩

১০।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৭ ডিসেম্বর/২৩ হতে  ২৮ ডিসেম্বর/২৩

২৬

০৭

৩৩

১১।

ওরিয়েন্টেশন কোর্স”

২১ জানুয়ারী/২৪ হতে ২৩ জানুয়ারী/২৪

২৪

০৫

২৯

১২।

ওরিয়েন্টেশন কোর্স”

২৮ জানুয়ারী/২৪ হতে ৩০ জানুয়ারী/২৪

২১

০৮

২৯

১৩।

ওরিয়েন্টেশন কোর্স”

০৪ ফেব্রুয়ারী/২৪ হতে ০৬ ফেব্রুয়ারী/২৪

২৩

০৮

৩১

১৪।

ওরিয়েন্টেশন কোর্স”

১১ ফেব্রুয়ারী/২৪ হতে ১৩ ফেব্রুয়ারী/২৪

২৮

০১

২৯

১৫।

ওরিয়েন্টেশন কোর্স”

১৮ ফেব্রুয়ারী/২৪ হতে ২০ ফেব্রুয়ারী/২৪

২৫

০৪

২৯

১৬।

ওরিয়েন্টেশন কোর্স”

০৩ মার্চ/২৪ হতে ০৫ মার্চ/২৪

২৫

০৪

২৯

১৭।

ওরিয়েন্টেশন কোর্স”

১০ মার্চ/২৪ হতে ১২ মার্চ/২৪

২২

০২

২৪

১৮।

ওরিয়েন্টেশন কোর্স”

১৮ মার্চ/২৪ হতে ২০ মার্চ/২৪

২৪

০১

২৫

১৯।

ওরিয়েন্টেশন কোর্স”

২১ এপ্রিল/২৪ হতে ২৫ এপ্রিল/২৪

১৮

১১

২৯

২০।

ওরিয়েন্টেশন কোর্স”

১২ মে/২৪ হতে ১৬ মে/২৪

২৩

০৭

৩০

২১।

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২০ মে/২৪ হতে ২১ মে/২৪

২০

০৬

২৬

২২। 

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৬ মে/২৪ হতে ২৭ মে/২৪

৩০

০৫

৩৫

 

মোট=

 

৫৪৭

১৬৫

৭১২

                                                                                                                                               

 

 

 কার্যক্রম ভিত্তিক স্থিরচিত্র: