Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান

অন্যান্য শিশুদের ন্যায় মানসিক প্রতিবন্ধী শিশুদের রক্ষণাবেক্ষণ ও চিকিৎসা প্রদানের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম জেলার রওফাবাদে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান স্থাপন করা হয়। ২০০০ সন থেকে পরিচালিত এ প্রতিষ্ঠানে অনুমোদিত আসন সংখ্যা ৭৫। বর্তমানে নিবাসীর সংখ্যা ১৮৭ জন।

 

 সেবা প্রদানকারী অফিসের নাম

 মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, রৌফাবাদ, চট্টগ্রাম।

 

 সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

 

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের  অধ্যক্ষ বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট অধ্যক্ষ প্রাপ্ত আবেদনপত্রের  তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে মানসিক প্রতিবন্ধী শিশু নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিশুদের ভরণ-পোষণসহ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি ফিজিওথেরাপি, স্পিচথেরাপি ও সাইকো থেরাপি প্রদান করা হয় ।

 

সেবা গ্রহীতাঃ

বুদ্ধি (মানসিক) প্রতিবন্ধী শিশু যাদের বয়স ৬ থেকে ১৬ বছর।

 

যে সকল সেবা প্রদান করা হয়ঃ

 

* বিশেষ পদ্ধতিতে মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান;

* সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন  কারিগরী প্রশিক্ষণ প্রদান;

* ফিজিওথেরাপি,সাইকোথেরাপি ও স্পিচথেরাপি প্রদান;

* শিশুদের আবাসন,ভরণ-পোষন ও চিকিৎসা সেবা;

* খেলাধুলা, চিত্তবিনোদন ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

 

কার্যাবলিঃ

* অভিভাবক কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন;

* ভর্তি কমিটি কর্তৃক আবেদন বাছাই ও চুড়ান্ত অনুমোদন;

* ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ও বিদ্যালয়ে ভর্তি;

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রঃ

 

* প্রতিবছর জানুয়ারি মাসে শিশু ভর্তির জন্য নির্ধারিত ফরমে অভিবাবক কর্তৃক শিক্ষার্থী ভর্তির আবেদন;

* কার্যক্রম পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;

* প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করা;

* প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;

* প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদানের মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;

* প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহমর্মি আচরণ করা;

 

সেবা প্রদানের সময়সীমা

* শিশু ভর্তি- আসন শূণ্য সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর সর্বোচ্চ ১ মাস

* আবাসন ও ভরনপোষন-ভর্তির পর এস এস সি পরীক্ষা পর্যন্ত

 

যার সাথে যোগাযোগ করতে হবে

অধ্যক্ষ, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, রৌফাবাদ, চট্টগ্রাম।

মোবাইলঃ ০১৮১৬২৮০৭৪৩

ইমেইলঃ principal.imrc.chittagong@dss.gov.bd