Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০২২

৩০% বিনামূল্যে চিকিৎসা

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত সমাপ্ত প্রকল্পের আওতায় ৩৭ টি হাসপাতাল/সংস্থা থেকে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়:

 

ভূমিকা :

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অনুদানপ্রাপ্ত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাস্তবায়িত স্বেচ্ছাসেবী সংস্থা/হাসপাতালসমূহে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করার বিষয়ে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা ডিপিপি/পিপি/পিসিপি অনুযায়ী চুক্তিবদ্ধ। এ প্রেক্ষিতে নিম্নবর্ণিত হাসপাতাল/প্রতিষ্ঠানসমূহ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 ক্রম.

প্রকল্প/প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

লক্ষ্য ও উদ্দশ্যে

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠান,আগারগাঁও, ঢাকা।  

  • ৩০% বিনামূল্যে বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান;

বারডেম জেনারেল হাসপাতাল, শাহবাগ, ঢাকা           

  • ডায়াবেটিক সংক্রান্ত রোগের প্রতিরোধ ও চিকিৎসা সেবা প্রদান।
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ইব্রাহিম কার্ডিয়াক, হসপিটাল এন্ড রিসার্স ইনস্টিটিউট, শাহবাগ, ঢাকা।

  • বার্ডেম হাসপাতালে কার্ডিয়াক ইউনিট স্থাপন ও সম্প্রসারনের উদ্দেশ্য হচ্ছে হৃদরোগে আক্রান্ত রোগীদের অত্যাধুনিক ও উন্নত চিকিৎসার লক্ষ্যে একটি কার্ডিওলজি বিভাগ স্থাপন এবং ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

ঢাকা কমিউনিটি হাসপাতাল, বড়মগবাজার, ওয়ারলেস গেইট, ঢাকা-১২১৭।

  • ফ্যামিলি স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, বিশেষ করে নিম্ন আয়ভূক্ত জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা;
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, হাউজ নং-৩৩ /৩৫, রোড নং ১৪/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।

  • স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, বিশেষ করে নিম্ন আয়ভূক্ত জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা এবং ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান;

আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, প্লট নং-৩, এমবাংকমেন্ট ড্রাইওয়ে, সেক্টর -১০, উত্তরা মডেল টাউন, ঢাকা     

  • গরীব রোগীদের জন্য ৩০% চিকিৎসা ও সেবা বিনামূল্যে প্রদান
  • ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন নিরুৎসাহিত ও বৈদেশিক অর্থ সাশ্রয় করা।

ন্যশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা

  • বিভিন্ন প্যাথলজি ইত্যাদি পরীক্ষার যথাযথ ব্যবস্থা করা।
  • ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

ডাঃ এম আর খান শিশু হসপিটাল এন্ড ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা।                

  • মাঠ পর্যায়ে কর্মরত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

ইনস্টিউিট ফর অটিস্টিক চিল্ড্রেন এন্ড ব্লাইন্ড ওল্ড (Old) হোম এন্ড টিএন মাদার চাইল্ড হসপিটাল, সাভার, ঢাকা।

  • গর্ভবতী মা ও শিশুর মৃত্যুহার কমানো। কিশোরী ও মহিলাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা।

১০

ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল, সাভার , ঢাকা।

  • ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান, সচেতনতা সৃস্টি করা, প্রশিক্ষণ, পুনর্বাসন ;
  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

১১

ওজিএসবি হাসপাতাল ও ইন্সটিটিউট অব

রিপ্রডাকটিভ এন্ড চাইল্ড হেলথ, পথট নং-৬/১, সেকশন-১৭, মিরপুর-১৪, ঢাকা-১২১৬             

  • প্রজনন স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়ন;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

১২

শেখ ফজিলাতুনেড়বছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল এন্ড নার্সিং কলেজ নির্মাণ, কাশিমপুর, গাজীপুর

সদর, গাজীপুর।

  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা।

১৩

ডিবিকেপি হাসপাতাল, চনপাড়া, রুপগঞ্জ, নারায়নগঞ্জ।

  • গরীব ও অসহায় জনগণকে কর্মক্ষেত্রে নিয়োজিত করার লক্ষ্যে জীবনমূখী প্রশিক্ষণ প্রদান;
  • গরীব যুব ও তরুনদেরকে তাদেও পরিবার, কর্মস্থল, এবং সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করা;  
  • সাম্য পরিবেশ সৃষ্টির জন্য লিঙ্গ, জাতি ও সম্পদ ভিত্তিক বৈষিম্য দূরীকরণ।
  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

১৪

সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্প, ঝিলটুলি, ফরিদপুর, সদর, ফরিদপুর।

  • হৃদরোগ ও ক্যান্সার রোগ এর চিকিৎসার জন্য আউটডোর ও ইনডোর চিকিৎসা সুযোগ সৃষ্টি করা;
  • পুনবার্সনের ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে রোগীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা;
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

১৫

ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ফরিদপুর।           

  • হাসপাতালে আগত গরীব রোগীর ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

১৬

রাজবাড়ী ডায়াবেটিক সমিতি, বিনোদপুর, রাজবাড়ী।

  • ডায়াবেটিক রোগের ৰতিকারক দিক সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ;
  • সাধারণ চিকিৎসা সেবার মাধ্যমে এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা;
  • ৩০% গরীব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা; এবং
  • প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও সেবা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান।

১৭

শিশু হাসপাতাল, যশোর।

  • মাঠ পর্যায়ে কর্মরত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

১৮

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্র, ঝিনাইদহ।

  • চক্ষু রোগের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দান ও গবেষনা কার্যক্রম পরিচালনা করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

১৯

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট   

  • হৃদরোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা, গবেষণা, সামাজিক সচেতনতা সৃষ্টি করা;
  • ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান;

২০

সিলেট ডায়াবেটিকস এন্ড জেনারেল হাসপাতাল, পুরান লেন রোড, সিলেট।

  • ডায়াবেটিক ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরী করা;
  • নিয়মতান্ত্রিক জীবন-যাপনের জন্য ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরামর্শ দেয়া;
  • ক্রমবর্ধমান ডায়াবেটিক রোগীদের মেডিক্যাল, সামাজিক ও উপদেশ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা;
  • ডায়াবেটিক রোগীদের বিনামুল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান;
  • ৩০% রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান;
  • চিকিৎক,নার্স, টেননিশিয়ান ও প্যারামেডিক্সদের প্রশিক্ষণ প্রদান; এবং মহিলা ও শিশু ডায়াবেটিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রাধান্য দেয়া।

২১

হবিগঞ্জ ডায়াবেটিক সমিতি, মাছুলয়িা, হবিগঞ্জ।

  • ডায়াবেটিক রোগীদের উনড়বত চিকিৎসাসেবা প্রদান, সচেতনতা সৃস্টি করা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

২২

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি সিরাজগঞ্জ           

  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা ;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

২৩

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি হাসপাতাল, কুমিল্লা।

  • অপারেশনের মাধ্যমে দৃষ্টিহীনতা প্রতিরোধ ও প্রতিকার করা
  • অন্ধ জনিত কারনে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা;
  • ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

২৪

চাঁদপুর ডায়াবেটিক সমিতি

  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

২৫

লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতি

  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

২৬

এস্টাবলিশমেন্ট অব সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল, সোনাইমুড়ি, নোয়াখালী।

  • অন্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ইনডোর ও আউটডোর সুবিধাদি সৃষ্টি;
  • চক্ষু শিবিরের মাধ্যমে স্কুল ও কলেজগামী শিৰার্থীদের চক্ষু পরীক্ষা করা;
  • ৩০% গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান।
  • চক্ষু বিষয়ে জনসচেতনতা তৈরীর লৰ্যে ওয়ার্কসপ/ সেমিনার আয়োজন।

২৭

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া

  • হার্টের রোগীদের জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা;
  • নির্দিষ্ট কিছু রোগীদের চিকিৎসা ব্যয় হ্রাস করা এবং ৩০% গরীব হৃদরোগ রোগীদের ইনডোর-আউটডোর ও পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সেবা প্রদান করা;
  • স্থানীয় জনগণের মধ্যে সেমিনার, ওয়ার্কশপ ও গণমাধ্যম এর হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তোলা;
  • ডাক্তার, নার্স ও প্যারামেডিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; এবং
  • হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সঠিক রোগ নির্ণয়ে আরো গবেষণা চালিয়ে যাওয়া।

২৮

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি সিরাজগঞ্জ           

  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা ;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

 

২৯

পাবনা কমিউনিটি হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাসপাতাল, পাবনা

  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

৩০

কিডনী ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউসন, পাবনা

  • চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের জসগণের জন্য কিডনী রোগের প্রাথমিক পর্যায় থেকে প্রানিৱক পর্যায় পর্যনৱ চিকিৎসার সুযোগ তৈরী করা:
  • আধুনিক রোগ নির্ণয়সহ আউটডোর ও ইনডোর সেবা প্রদান এবং দরিদ্রদের জন্য ৩০% বিনামূল্যে সেবা প্রদান:
  • কিডনী রোগের প্রতিরোধ ও চিকিৎসার ব্যপারে গণ সচেতনতা গড়ে তোলা:
  • নিকট আত্নীয়কে কিডনী দান এবং জীবন মৃতাবস্থায়  (ব্রেইন ডেথ) কিডনী দানে জনগণকে উদ্বুদ্ধ করা এবং
  • দেশী বিদেশী বিশেষজ্ঞদের সহযোগিতায় কিডনী ও অন্যান্য রোগের বিষয়ে সিম্পোজিয়াম, সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করা।

৩১

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল নির্মাণ, বালিগ্রাম, চাপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।    

  • চক্ষু রোগের চিকিৎসার উন্নয়ন;
  • চক্ষু রোগ প্রতিকার ও প্রতিরোধ করা;
  • অন্ধজনিত কারণে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা;
  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান।

৩২

নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী

  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

৩৩

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, পুরাতন হাসপাতাল পাড়া, কুড়িগ্রাম।

  • আধুনিক পদ্ধতিতে ডায়াবেটিক রোগীদেরর চিকিৎসা প্রদান;
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

৩৪

ডায়াবেটিক সমিতি লালমনিরহাট।

  • সাধারন জনগণের মধ্যে ডায়াবেটিকস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা;
  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের মাধ্যমে আয় বর্ধক কার্যক্রমে উৎসাহিত করা;
  • ডায়াবেটিকস, নন-ডায়াবেটিকস রোগের আধুনিক উনড়বত চিকিৎসা সুবিধা প্রদান ;
  • ৩০% গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা;

৩৫

গাওছুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর।          

  • চক্ষু রোগের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দান ও গবেষনা কার্যক্রম পরিচালনা করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

৩৬

জিয়া হার্ট ফাউন্ডেশণ হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট, দিনাজপুর।

  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

৩৭

ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর।

 

  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

 

২০২১- ২০২২ অর্থবছরে উপকারভোগীর তথ্য: 

 

৩৭ টি হাসপাতাল/সংস্থা হতে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

১৪,৯৫,৪৪৮ জন