Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২৪

শহর সমাজসেবা (ইউসিডি) কার্যক্রম

শহর সমাজসেবা (ইউসিডি) কার্যক্রম

শহর সমাজ উন্নয়ন কার্যক্রম শহর এলাকার উন্নত জীবন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়েপড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের অভিলক্ষ্যে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে সংগঠিতকরণ, স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের কর্মকাণ্ডের সমন্বয় সাধন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামাজিক কার্যক্রম গ্রহণ, সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে।

 

১৯৪৭ সালে ভারত বিভাগের পর এদেশে ভারত থেকে মোহাজেরদের আগমন ঘটে। এতে তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় বস্তি সমস্যাসহ নানাবিধ সামাজিক সমস্যার উদ্ভব ঘটে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে জাতিসংঘ থেকে প্রেরিত বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার ১৯৫৫ সালে Dhaka Urban Community Development Board গঠন করে। এ বোর্ডের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার কায়েতটুলিতে ১৯৫৫ সালেই পরীক্ষামূলকভাবে শহর সমাজ উন্নয়ন প্রকল্প (Urban Community Development Project (UCDP) চালু করা হয়। একই সালে এ প্রকল্পের সফলতার পরিপ্রেক্ষিতে প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের পাঁচশালা পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয় এবং ঢাকা শহরের গোপীবাগ, লালবাগ ও মোহাম্মদপুর এলাকায় এ কার্যক্রমের সম্প্রসারণ করা হয়। ১৯৬০ সালে বাংলাদেশের বিভিন্ন শহরে এই প্রকল্পের অধীনে ১২ টিসহ মোট ১৬টি ইউনিটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয়। ১৯৬১ সালে সমাজকল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠার পর এই প্রকল্পের ক্রমবর্ধমান সফলতা এবং প্রসার অব্যাহত থাকে। শহর এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর চাহিদার প্রেক্ষিতে পর্যায়ক্রমে জুন ১৯৯৬ পর্যন্ত এ কার্যক্রমকে ৪৩টি ইউনিটে উন্নীত করা হয়। ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে জুলাই ১৯৯৬ সালে ‘শহর সমাজসেবা কর্মসূচির উন্নয়ন ও সম্প্রসারণ-১ম পর্ব’ নামে উন্নয়ন খাতে আরও ৭টি শহর সমাজ উন্নয়ন কার্যক্রম ইউনিট প্রতিষ্ঠা করা হয়। এতে মোট ইউনিট সংখ্যা ৩৪টি জেলায় ৫০টিতে উন্নীত হয়। এরই ধারাবাহিকতায় ২০০২-২০০৫ অর্থ বছরে ‘শহর সমাজসেবা কর্মসূচির উন্নয়ন ও সম্প্রসারণ-২য় পর্ব’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের অবশিষ্ট ৩০টি জেলায় ৩০টি ইউনিট স্থাপন করা হয়। বর্তমানে সকল সিটি করপোরেশন ও জেলা শহরসহ সর্বমোট ৮০ টি শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শহর সমাজ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

 

শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের রূপকল্প, অভিলক্ষ্য এবং লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের আওতাধীন একটি উন্নয়নমূলক কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের আওতাভুক্ত এলাকার যুব সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের জন্য তাদের দক্ষতা উন্নয়ন করা হবে। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে লক্ষ্য করা যায়, বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ ১০ থেকে ২৪ বছর বয়সী। প্রতিবছর প্রায় ২০ লক্ষ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। ২০২৫ সালের মধ্যে এদেশের শ্রমশক্তি ৭ কোটি ৬ লক্ষ তে পৌঁছবে। এ বিশাল মানব সম্পদকে দক্ষ করে তোলার লক্ষ্যে সমাজসেবা অধিদফতর পিছিয়েপড়া, সমস্যাগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মদক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ও সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত পদ্ধতিতে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

রূপকল্প (Vision)

শহর এলাকার নিম্ন আয়ভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠা।

 

অভিলক্ষ্য (Mission)

সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধনের মাধ্যমে শহর এলাকার পিছিয়েপড়া ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়ন। 

 

লক্ষ্য (Goals)

(১)     স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকাণ্ডের সমন্বয় এবং নিবন্ধনে সহায়তাকরণ;

(২)     বেসরকারি ও স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক উদ্যোগ উৎসাহিতকরণ;

(৩)    পারিবারিক ও সামাজিক বন্ধন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সুদৃঢ়করণ;

(৪)     কর্মদলগঠনের মাধ্যমে সংগঠিতকরণ;

(৫)     দলীয় সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং সঞ্চয় সৃষ্টির মাধ্যমে নিজস্ব তহবিল গঠন;

(৬)    মা ও শিশুর যত্ন; প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা; আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা; নিরাপদ পানি ব্যবহার; স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার; সাক্ষরতা; পরিবেশ বিষয়ক সচেতনতা; পরিষ্কার-পরিচ্ছন্নতা; বর্জ্য ব্যবস্থাপনা; খেলাধুলা ও চিত্তবিনোদন; বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, নারী ও শিশু নির্যাতন-পাচার, ইভ-টিজিং ও এসিড সন্ত্রাস প্রতিরোধ; তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ; শিশুশ্রম রোধ; ধূমপান ও মাদকসেবন নিরুৎসাহিতকরণ; প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, সুখী পরিবার গঠন ইত্যাদি সামাজিক কার্যক্রমে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণ;

(৭)     সুদমুক্ত ক্ষুদ্রঋণের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি-বৃত্তিমূলক ও উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান;

(৮)    মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা;

(৯)   শহর এলাকার ভিক্ষুক এবং হিজড়া এই দুইশ্রেণির জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়ন সাধন;

(১০)   সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়ন সাধন;

 (১১) সংশ্লিষ্ট এলাকার স্বার্থে অধিদফতর ও প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দেশী ও বিদেশী দাতা সংস্থার সহায়তায় MoU ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ; এবং

(১২) সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন।

কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives)

 

()    সমন্বয়সাধন;

()    সামাজিক সচেতনতা বৃদ্ধি;

()    দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান; এবং              

()    সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান।

 

 

সমন্বয় পরিষদ

 

(১) স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকাণ্ডের সমন্বয়, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক উদ্যোগ উৎসাহিতকরণ এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি শহর সমাজসেবা কার্যালয়ে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর অধীন একটি সমন্বয় পরিষদ গঠিত হবে।

(২)     উপঅনুচ্ছেদ ১ অনুসারে গঠিত সমন্বয় পরিষদ ‘সমন্বয় পরিষদ, শহর সমাজসেবা কার্যালয়,…’ নামে অভিহিত হবে।

(৩)    উপঅনুচ্ছেদ ১ অনুসারে গঠিত সমন্বয় পরিষদ সংশ্লিষ্ট নিবন্ধীকরণ/নিবন্ধনকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে পরিচালিত হবে।

 

সমন্বয় পরিষদের কর্মপরিধি।–           

(১)    স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর তফসিলে বর্ণিত কার্যক্রমের সাথে সংগতিপূর্ণ কার্যক্রম সমন্বয় পরিষদের কর্মপরিধি হবে।

(   সংশ্লিষ্ট নিবন্ধীকরণ/নিবন্ধকারী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নীতিমালার আলোকে সমন্বয় পরিষদ যেকোনো আয়-বর্ধক কর্মসূচি পরিচালনা করতে পারবে।

 

সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম

বাংলাদেশের অগণিত দরিদ্র পরিবারের ক্ষুদ্রঋণের চাহিদা আদিকাল থেকেই একটি চলমান বাস্তবতা। অসচ্ছলতা ও প্রতিনিয়ত নানামুখী ঝুঁকি মোকাবিলায় যুদ্ধরত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১৯৮০-৮১ অর্থবছর হতে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কোভিড ১৯ এর প্রভাবে রুদ্ধ প্রায় জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারে, শহর সমাজসেবা কার্যক্রম পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম, দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নপূর্বক জাতীয় উন্নয়নের একটা অবিচ্ছেদ্য অংশ।

 

ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা:

লক্ষ্যভুক্ত পরিবার : আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে লক্ষ্যভুক্ত পরিবার নির্বাচন করে পরিবারগুলোকে ৩ (তিন) টি শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে।

(ক) পারিবারিক বার্ষিক গড় আয়: ০-২,০০,০০০ টাকা -‘ক’ শ্রেণি (দরিদ্রতম)

(খ) পারিবারিক বার্ষিক গড় আয়: ২,০০,০০১-৩,০০,০০০ টাকা -‘খ’ শ্রেণি (দরিদ্র)

(গ) পারিবারিক বার্ষিক গড় আয়: ৩,০০,০০১ টাকা-তদুর্ধ্ব-‘গ’ শ্রেণি (সচ্ছল)।

‘ক’ ও ‘খ’ শ্রেণির পরিবার এ কার্যক্রমের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে।

 

ঋণসীমা :  জন প্রতি ১০,০০০/- থেকে ৫০,০০০/- টাকা। শহর সমাজসেবা কার্যালয় পরিচালিত, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত কর্মীর সনদ থাকা সাপেক্ষে 1 লক্ষ টাকা সুদমুক্ত বিশেষ ক্ষুদ্রঋণ প্রদান করা হয়ে থাকে।

 

ঋণ পরিশোধের সময়সীমা : ৫% সার্ভিস চার্জসহ সমান ১০টি কিস্তিতে সর্বোচ্চ ১ বছর মেয়াদে ঋণ পরিশোধযোগ্য।

 

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ:

কেন্দ্রিয় পর্যায়ে সমাজসেবা অধিদফতরের শহর সমাজসেবা কার্যক্রম শাখা এ কার্যক্রমটি বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। পরিচালক (কার্যক্রম) এর নেতৃত্বে একজন অতিরিক্ত পরিচালক, একজন উপপরিচালক, ১ জন সহকারী পরিচালক এবং মাঠপর্যায়ে ৮০ জন উপজেলা সমাজসেবা অফিসার এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট।

জেলা পর্যায়ের ৬৪টি জন উপপরিচালক ও ১০০ জন সহকারী পরিচালক মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি কার্যক্রমটির বাস্তবায়ন কর্তৃপক্ষ। শহর সমাজসেবা অফিসার ও সংশ্লিষ্ট জেলার উপপরিচালক কার্যক্রম বাস্তবায়ন কমিটির যথাক্রমে সদস্য-সচিব ও সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। পৌর সমাজকর্মী ও কারিগরি প্রশিক্ষকগণ ওয়ার্ড পর্যায়ে সেবা গ্রহীতাগণের সাথে সরাসরি কাজ করে থাকেন। শহর সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী যুক্ত কম্পিউটার অপারেটর, পৌর সমাজকর্মী ও কারিগরি প্রশিক্ষকগণের কার্যক্রম তদারকী করেন এবং কার্যক্রমের সার্বিক সমন্বয়ে সমাজসেবা কর্মকর্তাকে সহায়তা করেন।

 

সেবাদান কেন্দ্র: ৮০ টি শহর সমাজসেবা কার্যালয়।

 

 

 

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):

শহর সমাজ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কমিটি (ইউসিডিপিআইসি) কর্তৃক নির্বাচিত ওয়ার্ডে পৌর সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপ সম্পন্নকরণপূর্বক  ক ও খ  গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিতপূর্বক অভ্যস্ত করানো হয়। অতঃপর ওয়ার্ড কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা সংশ্লিষ্ট সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক দাখিল করেন এবং আদায়কৃত সঞ্চয় প্রকল্প ওয়ার্ড বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করেন। প্রস্তুতকৃত খসড়া তালিকা, আবেদনপত্র, স্কিম পৌর সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরীক্ষান্তে সুপারিশসহ শহর সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন। অতঃপর শহর সমাজসেবা অফিসার (ইউসিডিপিআইসি) সভার আয়োজন করে ঋণ অনুমোদন করেন। অবশেষে নির্বাচিত ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক/নগদ টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে তাদের অবহিতপূর্বক ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। 

 

ডিজিটাইজেশন

সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের যাবতীয় কার‌্যাবলী একটি ছাতার নিচে আনয়নের জন্য ক্ষুদ্রঋণ ব্যবস্হাপনা সফটওয়্যার (mcms) পরিক্ষ্যামূলকভাবে শহর সমাজসেবা কার্যালয় ঢাকা-৪ এ চলমান রয়েছে । পরবর্তীতে ৮০ টি শহর সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ কার্যক্রম উক্ত সফটওয়্যারের অন্তর্ভূক্ত করা হবে।

 

উপকারভোগীদের অবহিতকরণ প্রশিক্ষণ:

সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার, কর্মদলের দায়িত্ব এবং উপকারভোগীদের নানা সামাজিক বিষয়ে সচেতন করার লক্ষে মাঠ পর্যায়ে শহর সমাজসেবা কার্যালয়গুলোতে ক্ষুদ্রঋণ বিতরণের পূর্বে প্রশিক্ষণ আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে উপকারভোগীদের ব্যবসা ও অন্যান্য পেশা ভিত্তিক বিষয়ে ফলো-আপ কার্যক্রম পরিচালনা করা হয়। সাধারণত মোট 30 জন উপকারভোগী নিয়ে প্রতিটি প্রশিক্ষণ ব্যাচ পরিচালনা করা হয়। প্রশিক্ষণ খাতে ২০২3-২4 অর্থবছরে সর্বমোট ৪ টি কিস্তিতে ৭9 টি কার্যালয়ে মোট 6০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি) এর বাস্তবায়ন অগ্রগতি

  • ক্ষুদ্রঋণ হিসাবে সর্বমোট বরাদ্দের পরিমাণ: 97 কোটি 88 লক্ষ টাকা
  • ক্ষুদ্রঋণ হিসেবে বিনিয়োগকৃত মূল অর্থের পরিমাণ:  87 কোটি 85 লক্ষ টাকা
  • মূল অর্থ আদায়ের পরিমাণ:  68 কোটি 21 লক্ষ টাকা   
  • মূল অর্থ আদায়ের হার: ৯1%
  • ক্রমপুঞ্জিত পুনঃবিনিয়োগকৃত অর্থের পরিমাণ: 135 কোটি 18 লক্ষ টাকা     
  • ক্রমপুঞ্জিত পুনঃবিনিয়োগের অর্থ আদায়ের হার:  ৯২%
  •  সার্ভিস চার্জ বিনিয়োগ ও পুনঃবিনিয়োগকৃত অর্থের পরিমাণ: 19 কোটি 73 লক্ষ টাকা
  • প্রাপ্ত ব্যাংক সুদের পরিমাণ: 5 কোটি 68 লক্ষ টাকা 
  • উপকারভোগীদের ব্যক্তিগত সঞ্চয়ের পরিমাণ: 1 কোটি 15 লক্ষ 3৪ হাজার টাকা
  • শুরু হতে ক্ষুদ্রঋণের মাধ্যমে মোট উপকারভোগীর সংখ্যা: ১ লক্ষ 68 হাজার 872 টি পরিবার
  • কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে উপকৃতের সংখ্যা : ৩ লক্ষ 48 হাজার  845 জন

 

বাজেট

২০২4-২০২5 অর্থবছরের বাজেটে সমাজসেবা অধিদফতর পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০২4-২০২5 অর্থবছরে অর্থবিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাজেটে ‘শহর সমাজসেবা কার্যক্রম: আবর্তক ক্ষুদ্রঋণ’ (কোড নং ১২০০১৩২০১) খাতে মোট ১৫০০.০০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে অন্যান্য অনুদান (আবর্তক অনুদান/ক্ষুদ্রঋণ) (কোড নং ৩৬৩১১৯৯) খাতে ১৩৯০.০০ লক্ষ টাকা। 

 

নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র:

  • সুবিধাভোগী কর্তৃক ঋণ প্রাপ্তির পর ২য় মাস হতে সমান ১০ কিস্তিতে অথবা স্কীম ভেদে ১, ২ বা ৩ কিস্তিতে ঋণের অর্থ শতকরা ৫ ভাগ সার্ভিসচার্জসহ ফেরত দেয়া;
  • দলীয় সদস্য কর্তৃক নিয়মিত নির্ধারিত হারে সঞ্চয় করা;
  • কার্যক্রমের মাধ্যমে সদস্যদের যে সকল বিষয়ে সচেতন করা হয় তা মেনে চলা;
  • কোন সুবিধাভোগী প্রাপ্ত ঋণের অর্থ নিয়মমত পরিশোধ না করলে তা আদায়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা;
  • সঠিক ওয়ার্ড ও উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনে কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ ও সহযোগিতা;
  • ঋণ প্রদানে কোন অসচ্ছতা পরিলক্ষিত হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট অবহিত করা।

 

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ:

  • বিনামূল্যে 

সেবা প্রদানের সময়সীমা:

  • ওয়ার্ড নির্বাচনের পর ১ম বার ঋণ প্রদান ১ মাস;
  • পুনবিনিয়োগ/২য়/৩য় পর্যায়ের ঋণ প্রদান, আবেদনের পর ২০ দিন।

 

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সমাজসেবা অধিদফতরাধীন ৮০টি শহর সমাজসেবা কার্যালয়ে ২৩টি ট্রেড-এ সাফল্যের সাথে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। ৮০ টি কেন্দ্রে জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর সেশনে প্রশিক্ষাণার্থী ভর্তি করা হয়। সমগ্র দেশের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত প্লাটফর্মে এনে কাঙ্খিত সেবা প্রদানসহ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হওয়া এবং প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে dss.skills.gov.bd ও dsssdtms.gov.bd সফটওয়্যারে অনলাইন ভর্তি কার্যক্রমসহ বিভিন্নমুখী কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। শহরে বসবাসরত বেকার যুব সম্প্রদায়সহ সমাজসেবা অধিদফতর পরিচালিত সরকারি শিশু পরিবারের এতিম শিশু, বেসরকারি এতিমখানা/ শিশুসদনের এতিম শিশু, শহরে উচ্চ শিক্ষার্থে আসা বিশ্ববিদ্যালয়/ কলেজের ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধীব্যক্তি, বেদে, হিজড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে এসব ট্রেড-এ ৩৬০ ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া ইতিপূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমান আইসিটি বিভাগ পরিচালিত এটুআই কর্মসূচির মাধ্যমে কওমী মাদ্রাসার শিক্ষার্থী, ইমাম, মুয়াজ্জিনদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টায় শহর সমাজসেবা কার্যালয়সমূহ কর্তৃক পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহকে বেছে নেয়া হয়েছে, যা এ কার্যক্রমকে আরও একধাপ প্রসারিত করেছে।

 

উদ্দেশ্য-

(১)     টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে তরুণদের উপযুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের         মাধ্যমে যথোপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;

(২)     দেশের তরুণ সম্প্রদায়কে উপযুক্ত পেশায় নিয়োজিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ; এবং

(৩)    তরুণ উদ্যোক্তা তৈরি।

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম।–

 

শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নাম বাংলায়- ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, ............’, এবং ইংরেজিতে ‘Skill Development Training Centre, Urban Social Services Office, ..........……’ ।

 

প্রশিক্ষণ ট্রেডসমূহ।

 

(১)     দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড অনুযায়ী অনুরূপ নামকরণ ও সিলেবাস অনুসরণ করা হয়;

বাকাশিবো কর্তৃক অনুমোদিত ট্রেডসমূহ নিম্নরূপ, যথা:

ক্রম

ট্রেড’এর নাম

ট্রেড কোড

ক্রম

ট্রেড এর নাম

ট্রেড কোড

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

৭৬

১৩

রেডিও  এন্ড টেলিভিশন সার্ভিসিং

২৬

ইলেকট্রিকাল হাউজ ওয়্যারিং

১৭

১৪

বাশঁ, বেত ও পাটি শিল্প

৬৪

হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং

৭৭

১৫

জেনারেল ইলেকট্রনিক্স

৯৫

রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং

২৭

১৬

ড্রাইভিং কাম অটো মেকানিক্স

৬৮

ড্রেসমেকিং এন্ড টেইলারিং

২৯

১৭

ট্রাভেল ট্যুরিজম এন্ড টিকেটিং

৯১

সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন

৭২

১৮

এমব্রয়ডারি মেশিন অপারেটর অ্যান্ড মেইনটেন্যান্স

০৪

মোবাইলফোন সার্ভিসিং

৩৫

১৯

হর্টিকালচার

৬০

প্রফিসিয়েন্সী ইন ইংলিশ কমিউনিকেশন

৯৭

২০

আমিনশীপ

৪৮

গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং

৮১

২১

সার্টিফিকেট ইন প্যাটার্ন ম্যাকিং

৭৩

১০

ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং

৯৬

২২

ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন

৩৮

১১

ডাটাবেজ প্রোগ্রামিং

৭৯

২৩

অটোক্যাড

৩৪

১২

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

০২

 

 

 

প্রশিক্ষণার্থীর যোগ্যতা।–

(১) প্রশিক্ষণ গ্রহণের যোগ্য ১৪ থেকে ৪৫ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক (নারী/পুরুষ/হিজড়া) প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন:  তবে, সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি এ প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

 

(২)     সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচিত সরকারি কর্মচারী এবং প্রকল্প বা কর্মসূচির সুবিধাভোগী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন;

 

(৩)    প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে একজন প্রশিক্ষণার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে, যথা:

(ক) ড্রেস মেকিং এন্ড টেইলারিং, সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন, হর্টিকালচার ও ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং ট্রেড’এর জন্য শিক্ষাগতযোগ্যতা ন্যূনতম ৫ম শ্রেণি বা পিইসি বা সমমান উত্তীর্ণ।

(খ) অন্যান্য সকল ট্রেড’এর প্রশিক্ষণার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান উর্ত্তীর্ণ।

 

 

ভর্তি পদ্ধতি।–

১)     যে কোনো ট্রেড বা কোর্স’এ ভর্তির জন্য আগ্রহীকে সমাজসেবা অধিদফতর কর্তৃক নির্ধারিত ফরম ইউসিডি- এ ক্ষেত্রমত, সরাসরি বা অফলাইন বা অনলাইন’এ আবেদন করতে হবে; এবং

 

২)     কোনো নির্দিষ্ট ট্রেড’এর ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা উক্ত ট্রেড’এর অনুমোদিত আসন সংখ্যার চেয়ে বেশি হলে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হয়।

  

ভর্তি ফি।–

নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত ভর্তি ফি প্রদান করতে হবে এবং প্রতিটি ট্রেড’এর পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও কেন্দ্র ফি প্রদান করতে হবে;

তবে, আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সমন্বয় পরিষদ কোনো নির্বাচিত প্রার্থীর ভর্তি ফি হ্রাস করতে পারবেন।

 

বোর্ড’এ প্রশিক্ষণার্থী নিবন্ধন  মেয়াদ।–

(১) রেজিস্ট্রেশন ফি ও কেন্দ্র ফি পরিশোধ করে বোর্ড’এর সিস্টেমে প্রবেশ করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক নিবন্ধন প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে;

(২)   বোর্ড’এর তালিকাভুক্ত ট্রেড থেকে স্থানীয় চাহিদা অনুযায়ী নির্বাচিত ট্রেড অনুযায়ী বোর্ড’এর সিলেবাস বা কারিকুলাম বা মডিউল মোতাবেক ৩-৬ মাস মেয়াদি/৩৬০ ঘন্টার প্রশিক্ষণ কোর্স জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর অথবা জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর সেশনে পরিচালিত হয়ে থাকে।

 

প্রশিক্ষণ সমাপ্তি  সুবিধা।–

১. বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হলে সনদপত্র প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

 

(২) প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনকারী প্রশিক্ষণার্থী আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী বা উদ্যোক্তা হিসেবে আগ্রহী হলে সংশ্লিষ্ট জেলার আওতাধীন শহর সমাজসেবা কার্যালয় পরিচালিত ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।

 

নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

১. উপপরিচালক, সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয় 

২. পরিচালক, সংশ্লিষ্ট বিভাগীয় সমাজসেবা কার্যালয়

৩. পরিচালক (কার্যক্রম), সমাজসেবা অধিদফতর, ঢাকা।

 

 

 

 

৮০ টি শহর সমাজসেবা কার্যালয়ের যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর             

ক্র: নং

কার্যালয়ের নাম

ফোন নম্বর

কর্পোরেট নম্বর

ই-মেইল

ঢাকা বিভাগ:

 

 

১।

শহর সমাজসেবা কার্যালয়-১, 149/4 দক্ষিন যাত্রাবাড়ী, ঢাকা।

৪৭৪৪০৯৮৭

01708414472

ucdo1.dhaka@dss.gov.bd

২।

শহর সমাজসেবা কার্যালয়-২

16 শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক,  (৪র্থ তলা), মগবাজার,  ঢাকা

৯৩৫২৩৭১

01708414473

ucdo2.dhaka@dss.gov.bd

৩।

শহর সমাজসেবা কার্যালয়-৩

১৮/২/এ, আরমানিটোলা, বাবু বাজার,  ঢাকা

৭৩৪১৬৮৪

01708414474

ucdo3.dhaka@dss.gov.bd

৪।

শহর সমাজসেবা কার্যালয়- ৪, ১৭২ উত্তর বাসাবো, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তালা, বাসাবো, সবুজবাগ, ঢাকা।

৭২১৬০৯২

01708414475

ucdo4.dhaka@dss.gov.bd

৫।

শহর সমাজসেবা কার্যালয়-৫

(আজিমপুর শিশু পরিবার)  আজিমপুর, ঢাকা।

৯৬৬৪৫৬৫

01708414476

ucdo5.dhaka@dss.gov.bd

৬।

শহর সমাজসেবা কার্যালয়-৬

৩/২০ হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা।

44822165

01708414477

ucdo6.dhaka@dss.gov.bd

৭।

শহর সমাজসেবা কার্যালয়-৭

১২৭, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা।

58152710

01708414478

ucdo7.dhaka@dss.gov.bd

৮।

শহর সমাজসেবা কার্যালয়-৮

প্রাতিষ্ঠানিক প্লট নং ৪১, রোড-৬, ব্লক সি, সেকশন-১৩, মিরপুর, ঢাকা।

৮০৩৩৪০৮

01708414479

ucdo8.dhaka@dss.gov.bd

৯।

শহর সমাজসেবা কার্যালয়
১১/১ আজমেরী ভবন, কলেজ রোড, গলাচিপার মোড়, নারায়ণগঞ্জ।

৭৬৩০৬৭৬

01708414490

ucdo.narayanganj@dss.gov.bd

১০।

শহর সমাজসেবা কার্যালয়

আকুর টাকুর পাড়া, টাংগাইল

০৯২১-৬১৯৬১

01708414496

ucdo.tangail@dss.gov.bd

১১।

শহর সমাজসেবা কার্যালয়, (৩য় তলা) জেলা সমাজসেবা কমপ্লেক্স, টেপাখোলা,লেকপাড়, ফরিদপুর।

০৬৩১-৬৩২৬৯

01708414480

ucdo.faridpur@dss.gov.bd

১২।

শহর সমাজসেবা কার্যালয়
জেলা প্রশাসকের কার্যালয়, জয়দেবপুর, গাজীপুর

০২-৪৯২৭৩0৬৮

01708414481

ucdo1.gazipur@dss.gov.bd

১৩।

শহর সমাজসেবা কার্যালয়
৪৫, বেপারী মেনশন, বনমালা রোড, টংগী, গাজীপুর

৯৮১৬৮২৫

01708414482

ucdo2.gazipur@dss.gov.bd

১৪।

শহর সমাজসেবা কার্যালয়

ধানুকা, শরীয়তপুর

০৬০১-৬১৪৮৪

01708414494

ucdo.shariatpur@dss.gov.bd

১৫।

শহর সমাজসেবা কার্যালয়

পৌরভবন (তয় তলা), গোপালগঞ্জ

০২-৬৬৮২২৩৬

01708414483

ucdo.gopalganj@dss.gov.bd

১৬।

শহর সমাজসেবা কার্যালয়

29 পূর্ব ভেলানগর, নরসিংদী

০২-৯৪৫১৬৮১

01708414492

ucdo.norshingdi@dss.gov.bd

১৭।

শহর সমাজসেবা কার্যালয়

২৩ শহিদ স্মরণী ওয়ারলেসগেট, মানিকগঞ্জ

০২-7710998

01708414487

ucdo.manikganj@dss.gov.bd

১৮।

শহর সমাজসেবা কার্যালয়

ভিটিসিল মন্দির, টাওয়ার বিল্ডিং, মুন্সীগঞ্জ

-

01708414488

ucdo.munshiganj@dss.gov.bd

১৯।

শহর সমাজসেবা কার্যালয়,নগুয়া,

কিশোরগঞ্জ

০৯৪১-৬২৩৮০

01708414485

ucdo.kishoreganj@dss.gov.bd

২০ । 

শহর সমাজসেবা কার্যালয়

নতুন শহর, মাদারীপুর

০৬৬১-৬১৭১৩

01708414486

ucdo.madaripur@dss.gov.bd

২১। 

শহর সমাজসেবা কার্যালয়

সজনকান্দা, রাজবাড়ী

০৬৪১-৬৫৮২২

01708414493

ucdo.rajbari@dss.gov.bd

ময়মনসিংহ বিভাগ:

২২। 

শহর সমাজসেবা কার্যালয়

১৭৪/ আর কে মিশন রোড, ময়মনসিংহ

০৯১-৬৬৯২৪

01708414489

ucdo.mymensingh@dss.gov.bd

২৩। 

শহর সমাজসেবা কার্যালয়

দেওয়ানপাড়া, জামালপুর

৩৯৮১-৬৩৪৫৭

01708414484

ucdo.jamalpur@dss.gov.bd

২৪। 

শহর সমাজসেবা কার্যালয়

মাধবপুর, শেরপুর

০৯৩১-৬২১৪৪

01708414495

ucdo.sherpur@dss.gov.bd

২৫।

শহর সমাজসেবা কার্যালয়

পারলা, ঢাকা বাসষ্ট্যান্ড, নেত্রকোণা

০৯৫১-৬২৫৯৮

01708414491

ucdo.netrokona@dss.gov.bd

চট্রগ্রাম বিভাগ:

 

 

 

২৬। 

শহর সমাজসেবা কার্যালয়-১

১২৪, মোমিন রোড, চট্টগ্রাম

০৩১-২৮৬৩৬৪৬

01708414460

ucdo1.chittagong@dss.gov.bd

২৭।

শহর সমাজসেবা কার্যালয়-২,
কে.আর কমপ্লেক্স,বাড়ী নং-০২,
লেইন নং-৩,ব্লক-কে (গেট নং-০৯),

হালিশহর হাউজিং এস্টেট,চট্টগ্রাম।

০৩১-৬১১৮৩৪

01708414461

ucdo2.chittagong@dss.gov.bd

২৮।

শহর সমাজসেবা কার্যালয়-৩

দেবপাহাড়, কলেজ রোড, চট্টগ্রাম

০৩১-২৮৫৪২৯২

01708414462

ucdo3.chittagong@dss.gov.bd

২৯।

শহর সমাজসেবা কার্যালয়

মেম্বার পাড়া, বান্দরবান

০৩৬১-৬৩৩১৫

01708414456

ucdo1.bandarban@dss.gov.bd

৩০। 

শহর সমাজসেবা কার্যালয়

লামা, বান্দরবন

০৩৬১-৭১০২০

01708414457

ucdo2.bandarban@dss.gov.bd

৩১। 

শহর সমাজসেবা কার্যালয়

হাসপাতাল রোড, খাগড়াছড়ি

০৩৭১-৬২৫২২

01708414466

ucdo1.khagrachari@dss.gov.bd

৩২। 

শহর সমাজসেবা কার্যালয়

রামগড়, খাগড়াছড়ি

০৩৭১৪৬১১৫

01708414467

ucdo2.khagrachari@dss.gov.bd

৩৩।

শহর সমাজসেবা কার্যালয়

রাঙামাটি

০৩৫১-৭১৩২৮

01708414471

ucdo1.rangamati@dss.gov.bd

৩৪। 

শহর সমাজসেবা কার্যালয়

নতুন বাজার, কাপ্তাই, রাঙামাটি

০৩৫১-৬৩৩৯৫

01708414471

ucdo2.rangamati@dss.gov.bd

৩৫। 

শহর সমাজসেবা কার্যালয়

নিউ সার্কিট হাউজ রোড, কক্সবাজার

০৩৪১-৬৪২৮২

01708414464

ucdo.coxsbazar@dss.gov.bd

৩৬। 

শহর সমাজসেবা কার্যালয়

মাইজদি কোর্ট, নোয়াখালী

০৩২১-৬১৪৬৩

01708414469

ucdo.noakhali@dss.gov.bd

৩৭। 

শহর সমাজসেবা কার্যালয়,৪৪/এ, ফৌজদারী মোড়, কুমিল্লা

০৮১-৬১৬৪৩

01708414463

ucdo.comilla@dss.gov.bd

৩৮।

শহর সমাজসেবা কার্যালয়

সমাজসেবা কমপ্লেক্স, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া

০৮৫১-৫৮২০৪

01708414458

ucdo.brahmanbaria@dss.gov.bd

৩৯। 

শহর সমাজসেবা কার্যালয়, মাহাবুব কমপ্লেক্স, পাঠানবাড়ি রোড, ফেনী

-

01708414465

ucdo.feni@dss.gov.bd

৪০।

শহর সমাজসেবা কার্যালয়

ষ্টেডিয়াম রোড, চাঁদপুর

০৮৪১-৬৭৮১৭

01708414459

ucdo.chandpur@dss.gov.bd

৪১। 

শহর সমাজসেবা কার্যালয়

বাগবাড়ি, রায়পুর রোড, লক্ষীপুর

-

01708414468

ucdo.laksmipur@dss.gov.bd

খুলনা বিভাগ

 

 

 

৪২। 

শহর সমাজসেবা কার্যালয়-১ ফারাজীপাড়া, খুলনা।

০৪১-৭২৫৭১৩

01708414501

ucdo1.khulna@dss.gov.bd

৪৩।

শহর সমাজসেবা কার্যালয়-২

৩/১ রুপসা স্টান্ড রোড,  খুলনা।

০৪১-৭৩০১৮৫

01708414502

ucdo2.khulna@dss.gov.bd

৪৪। 

শহর সমাজসেবা কার্যালয় খুলনা-৩, দৌলতপুর, নতুন রাস্তার মোড়,হাস-মুরগীর খামার সংলগ্ন, খুলনা

০৪১-৭৬০০৭৯

01708414503

ucdo3.khulna@dss.gov.bd

৪৫। 

শহর সমাজসেবা কার্যালয়

মাহতাব উদ্দিন আহম্মদ সড়ক, কোর্টপাড়া, কুষ্টিয়া

০৭১-৬১৫৫৭

01708414504

ucdo.kushtia@dss.gov.bd

৪৬। 

শহর সমাজসেবা কার্যালয়

এইচ এম এম রোড, লোন অফিস পাড়া, যশোর

০৪২১-৬৭৯২০

01708414499

ucdo.jessore@dss.gov.bd

৪৭। 

 শহর সমাজসেবা কার্যালয়

 ৩৮ আরামপাড়া, কলেজ রোড

 চুয়াডাংগা

০৭৬১-৬২১৮৬

01708414498

ucdo.chuadanga@dss.gov.bd

৪৮। 

শহর সমাজসেবা কার্যালয়

আলিয়া মাদ্রাসা রোড, বাগেরহাট পৌরসভা, বাগেরহাট

০৪৬৮-৬৪৫৪৬

01708414497

ucdo.bagerhat@dss.gov.bd

৪৯। 

 শহর সমাজসেবা কার্যালয়

সরকারি কলেজ রোড, মঞ্জিতপুর, সাতক্ষীরা

০৪৭১-৬৫৪৪১

01708414508

ucdo.satkhira@dss.gov.bd

৫০। 

শহর সমাজসেবা কার্যালয়

রাজ্জাক কমপ্লেক্স (৩য় তলা), অগ্নীবিনা সড়ক, চুয়াডাঙ্গা বাস স্টান্ড, ঝিনাইদহ

০৪৫১-৬৩৩৬৯

01708414500

ucdo.jhenaidah@dss.gov.bd

 ৫১। 

শহর সমাজসেবা কার্যালয়

আর এস ভবন (তয় তলা), স্টেডিয়াম গেট, মাগুরা

-

01708414505

ucdo.magura@dss.gov.bd

৫২। 

শহর সমাজসেবা কার্যালয়

১১৮ নড়াইল মাগুড়া সড়ক, আনূর কমপ্লেক্স (৩য় তলা), নড়াইল

-

01708414507

ucdo.narail@dss.gov.bd

৫৩।

শহর সমাজসেবা কার্যালয়

মল্লিক পাড়া, মেহেরপুর

 ০৭৯১৬৩৪৫৭

01708414506

ucdo.meherpur@dss.gov.bd

রাজশাহী বিভাগ:

 

 

৫৪। 

শহর সমাজসেবা কার্যালয়

সপুরা (স্টেডিয়াম উত্তর দিকে), রাজশাহী

০৭২১-৭৬০৭১৩

01708414515

ucdo.rajshahi@dss.gov.bd 

৫৫। 

শহর সমাজসেবা কার্যালয়

কানাইখালী, নাটোর

-

01708414513

ucdo.natore@dss.gov.bd

৫৬। 

শহর সমাজসেবা কার্যালয়

অকট্রয় মোড়, চাঁপাইনবাবগঞ্জ

০৭৮১-৫২০১৭

01708414510

ucdo.chapainawabganj@dss.gov.bd

৫৭। 

শহর সমাজসেবা কার্যালয়

(বয়েজ হোম) পারনওগাঁ, নওগাঁ

০৭৪১-৬২৩৩৬

01708414512

ucdo.naogaon@dss.gov.bd

৫৮। 

শহর সমাজসেবা কার্যালয়

মালতী নগর, বগুড়া

০৫১-৭৮১৩০

01708414509

ucdo.bogra@dss.gov.bd

৫৯। 

শহর সমাজসেবা কার্যালয়

সবুজ নগর, পশু হাসপাতাল রোড জয়পুরহাট

০৫৭১-৫১৩৩১

01708414511

ucdo.joypurhat@dss.gov.bd

৬০। 

শহর সমাজসেবা কার্যালয়

ডিসি রোড, পাবনা

০৭৩১-৬৬২৮৪

01708414514

ucdo.pabna@dss.gov.bd

৬১। 

শহর সমাজসেবা কার্যালয়

ভিক্টরিয়া কলেজ রোড, সিরাজগঞ্জ

০৭৫১-৬২৯৭৪

01708414516

ucdo.sirajganj@dss.gov.bd

রংপুর বিভাগ:

 

 

 

৬২। 

শহর সমাজসেবা কার্যালয়

নিউ ইঞ্জিনিয়ারিং পাড়া, রংপুর

০৫২১-৫২৪৫৭

01708414523

ucdo.rangpur@dss.gov.bd

৬৩। 

শহর সমাজসেবা কার্যালয়

খোর্দ সাপটানা, লালমনিরহাট

০৫৯১-৬১৩৮০

01708414520

ucdo.lalmonirhat@dss.gov.bd

৬৪। 

শহর সমাজসেবা কার্যালয়

কেন্দ্রিয় বাস টার্মিনাল, কুড়িগ্রাম

০৫৮১-৬১৯৬৭

01708414519

ucdo.kurigram@dss.gov.bd

৬৫। 

শহর সমাজসেবা কার্যালয়, মশিউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন, কালিতলা, নীলফামারী

০৫৫১-৬১৭৭৫

01708414521

ucdo.nilphamari@dss.gov.bd

৬৬। 

শহর সমাজসেবা কার্যালয়

সুখ নগর, গাইবান্ধা

০৫৪১-৬২৫৪০

01708414518

ucdo.gaibandha@dss.gov.bd

৬৭। 

শহর সমাজসেবা কার্যালয়

পাটুয়াপাড়া  দিনাজপুর

০৫৩১-৫১৮৩০

01708414517

ucdo.dinajpur@dss.gov.bd

৬৮। 

শহর সমাজসেবা কার্যালয়

তাঁতী পাড়া, ঠাকুরগাঁও

-

01708414524

ucdo.thakurgaon@dss.gov.bd

৬৯। 

শহর সমাজসেবা কার্যালয়

পুরাতন পঞ্চগড়, ডাকঘর- ধাক্কামারা, পঞ্চগড়

০৫৬৮-৬২৩৬১

01708414522

ucdo.panchagarh@dss.gov.bd

বরিশাল বিভাগ:

 

 

৭০। 

শহর সমাজসেবা কার্যালয়

কালীবাড়ী রোড, বরিশাল

০৪৩১-৬৪১০২

01708414450

ucdo.barisal@dss.gov.bd

৭১। 

শহর সমাজসেবা কার্যালয়

কলেজ রোড, পটুয়াখালী

০৪৪১-৬২৬৫১

01708414453

ucdo1.patuakhali@dss.gov.bd

৭২। 

শহর সমাজসেবা কার্যালয়

খেপুপাড়া, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী

০৪৪২-৫৫৬৪০৩

01708414455

ucdo2.patuakhali@dss.gov.bd

৭৩। 

শহর সমাজসেবা কার্যালয়

পিরোজপুর

০৪৬১-৬৩২২৩

01708414454

ucdo.pirojpur@dss.gov.bd

৭৪। 

শহর সমাজসেবা কার্যালয়

স্টেডিয়াম সড়ক , ভোলা

০৪৯১-৬২৩৩৪

01708414451

ucdo.bhola@dss.gov.bd

৭৫। 

শহর সমাজসেবা কার্যালয়

কলেজ রোড, বরগুনা

০৪৪৮-৬৩১৫৩

01708414449

ucdo.barguna@dss.gov.bd

৭৬। 

শহর সমাজসেবা কার্যালয়

চৌধুরী ম্যানসন, বিশবরোড, ঝালকাঠি

-

01708414452

ucdo.jhalokathi@dss.gov.bd

সিলেট বিভাগ:

 

 

৭৭। 

শহর সমাজসেবা কার্যালয়

সিলেট, স্টেডিয়াম পূর্ব গেট, সিলেট

০৮২১-৭২৬৭২১

01708414528

ucdo.sylhet@dss.gov.bd

৭৮। 

শহর সমাজসেবা কার্যালয়

হাজিপাড়া বসুন্ধরা ভবন, সুনামগঞ্জ

-

01708414527

ucdo.sunamganj@dss.gov.bd

৭৯। 

শহর সমাজসেবা কার্যালয়

ছমরু কুঠির, ২১ পুরাতন হাসপাতাল রোড, মৌলভীবাজার

০৮৬১-৬২৯৬২

01708414526

ucdo.moulvibazar@dss.gov.bd

৮০।

শহর সমাজসেবা কার্যালয়, বহুলা, হবিগঞ্জ

-

01708414525

ucdo.habiganj@dss.gov.bd