১৯৭৮ সালে বাক-শ্রবণ প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী যুবকদেরকে বিভিন্ন প্রকার কারিগরী প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে গাজীপুর জেলার টঙ্গীতে কেন্দ্রটি চালু করা হয়। এ প্রতিষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর পুনর্বাসনের উদ্দেশ্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৪,০০০ টাকা হারে পুনর্বাসন অনুদান প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানে অনুমোদিত আসন সংখ্যা ৮৫, বর্তমান নিবাসীর সংখ্যা ৭১ জন। এ পর্যন্ত পুনর্বাসিতের সংখ্যা ২৭০৪ জন।
যে সকল সেবা প্রদান করা হয়ঃ
* প্রতিবন্ধী ব্যক্তিদের আবাসন, ভরণপোষণ, চিকিৎসা সেবা প্রদান,
* বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির স্বল্পমেয়াদি ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ প্রদান করা হয়, যেমন-ম্যাকানিক্যাল ওয়ার্কশপ- ১বছর মেয়াদি
(আসন সংখ্যা-৩০), কাঠের কাজ- ১ বছর মেয়াদি (আসন সংখ্যা-১০), টেইলারিং- ১বছর মেয়াদি (আসন সংখ্যা-২৫), হাঁস-মুরগি
পালন প্রশিক্ষণ- ০৬ মাস মেয়াদি (আসন সংখ্যা-১০) এবং নার্সারী প্রশিক্ষণ- ০৬ মাস মেয়াদি (আসন সংখ্যা-১০);
* খেলাধুলা, চিত্তবিনোদন;
* কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা;
* প্রশিক্ষণ শেষে ৪০০০ টাকা হারে পুনর্বাসন ভাতা প্রদান;
* পদ খালি সাপেক্ষে কেন্দ্রে চাকুরি প্রদান; এবং
* বেসরকারি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি প্রাপ্তিতে সহযোগিতা।
যার সাথে যোগাযোগ করতে হবেঃ
মোঃ ফকরুল আলম (উপপরিচালক)
শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র:
মোবাইলঃ ০১৯১১৭৭৮৫৮৬
ইমেইলঃ dd.ercph.gazipur@dss.gov.bd