Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

কৃত্রিম অংগ উৎপাদন কেন্দ্র

(ইআরসিপিএইচ) টঙ্গী, গাজীপুরের অভ্যন্তরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অংগ উৎপাদন কেন্দ্র রয়েছে। এ কেন্দ্রে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কৃত্তিম পা, ক্র্যাচ, ব্রেইল স্টিক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রবণ শক্তি পরিমাপসহ হিয়ারিং এইড ও ইয়ার মোল্ড তৈরি হয়। সমাজসেবা অধিদফতরের বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের গ্রুপ হিয়ারিং এইড শ্রেণী কক্ষে প্রয়োজনীয় সার্ভিস ও মেরামত সুবিধা এ কেন্দ্র থেকে প্রদান করা হয়। উৎপাদিত কৃত্রিম অংগ প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে/ হ্রাসমূল্যে সরবরাহ করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ

* প্রডাকশন ম্যানেজার, কৃত্রিম অংগ উৎপাদন কেন্দ্র,টঙ্গী, গাজীপুর

* মোবাইলঃ ০১৭৩৫৭৪৮৭৬৭

* ইমেইলঃ idrishali928@gmail.com