Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

ব্রেইল প্রেস

১৯৬৯ সালে ঢাকার আসাদ গেটে স্থাপিত হস্তচালিত ব্রেইল প্রেসটিকে ১৯৮২ সালে ইআরসিপিএইচ কেন্দ্রের অভ্যন্তরে, স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর এ পুনঃস্থাপন কর হয়। পুরাতন এই ব্রেইল প্রেসটিকে শুধুমাত্র ৫ম শ্রেণী পর্যন্ত টেক্সট বই ব্রেইল পদ্ধতিতে মুদ্রণ করে দেশের ৫টি সরকারী প্রতিবন্ধী বিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সরবরাহ করে আসছিল। পরবর্তী পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ শ্রেণীর পাঠ্যপুস্তকসহ অন্যান্য বই ব্রেইল পদ্ধতিতে মুদ্রনের জন্য ১টি উচ্চ ক্ষমতা সম্পন্ন আধুনিক কম্পিউটারাইজড ব্রেইল প্রেস স্থাপন করা হয়। এই প্রেস হতে সরকার বিনামূল্যে বিভিন্ন সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সরকারী দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহে ব্রেইল বই সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ প্রেসের মাধ্যমে জুন/২০২3 পর্যন্ত ৩০৫৩১ সংখ্যক ব্রেইল বই বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে এবং ২০০০ সংখ্যক ব্রেইল ক্যালেন্ডার মুদ্রণ ও বিতরণ করা হয় বাংলাদেশে সরকারী পর্যায়ে এই একটি মাত্র ব্রেইল প্রেস হতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের লেখাপড়ার ব্রেইল পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ করা হয়। বর্তমানে জনাব মোসাম্মত রাবেয়া খাতুন, সহকারী ব্যবস্থাপক (১ম শ্রেণী) কেন্দ্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন।

জনবল:

সহকারী ব্যবস্থাপক- ১টি, ম্যানেজার কাম ফোরম্যান- ১টি, সাটঁলিপিকার-১টি, ষ্টোরিও টাইপিং মেশিন অপারেটর-১টি, ব্রেইল প্রুফ রিডার-১টি, থার্মোফরম মেশিন অপারেটর- ১টি, ব্রেইল অপারেটর- ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১টি, গাড়ী চালক-১টি, বই বাঁধাইকারী-১টি, এম.এল.এস.এস-১টি, নৈশ্য প্রহরী-১টি।

সেবা গ্রহীতা:

*দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

*দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি

* দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়

 

সেবা:

*দেশব্যাপী সরকারী প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূল্যে ব্রেইল পাঠ্য বই সরবরাহ।

*বেসরকারী বিদ্যালয়ে সরকার নির্ধারিত মূল্যে ব্রেইল পুস্তক সরবরাহ কার্যাবলি।

*বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় হতে পাঠ্যপুস্তকের চাহিদা গ্রহন।

*সাধারণ পাঠ্য বই ব্রেইল পদ্ধতিতে রূপান্তর।

*ব্রেইল বই মুদ্রণ বাঁধাই।

*চাহিদা অনুযায়ী বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সরবরাহ।

 

সেবাদান কেন্দ্র

ব্রেইল প্রেস, টঙ্গী, গাজীপুর।

 

 

যোগাযোগের ঠিকানাঃ

সহকারী ব্যবস্থাপক, ব্রেইল প্রেস, টঙ্গী, গাজীপুর

মোবাইলঃ ০১৬৮০৭৯৬৭৬৮

ইমেইলঃ rabeyakhatundss68@gmail.com