Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ August ২০২৩

শারীরিক প্রতিবন্ধীদের গ্রামীণ পুনর্বাসন উপকেন্দ্র

বাক-শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী যুবকদেরকে বিভিন্ন প্রকার কারিগরী প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে বাগেরহাট জেলার ফকিরহাটে ১৯৭৮ সালে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রামীণ পুনর্বাসন উপকেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এ প্রতিষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর পুনর্বাসনের উদ্দেশ্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ৪,০০০ টাকা হারে পুনর্বাসন অনুদান প্রদান করা হয়। এ প্রতিষ্ঠানে অনুমোদিত আসন সংখ্যা ৩০।

 

* যে সকল সেবা প্রদান করা হয়ঃ

 

* প্রতিবন্ধীদের আবাসন, ভরণপোষণ, চিকিৎসাসেবা প্রদান; বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের স¦ল্পমেয়াদী ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ

   প্রদান করা হয়,

   যেমন- ম্যাকানিক্যাল ওয়ার্কশপ- ১বছর মেয়াদি (আসন সংখ্যা-১০), টেইলারিং- ১বছর মেয়াদি (আসন সংখ্যা-১০), হাঁস-মুরগি

   পালন প্রশিক্ষণ-  ১বছর মেয়াদি (আসন সংখ্যা-১০)।
* খেলাধুলা, চিত্তবিনোদন ও পুনর্বাসনের ব্যবস্থা;
* প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা;
* প্রশিক্ষণ শেষে ৪০০০ টাকা হারে পুনর্বাসন ভাতা প্রদান;
* পদ খালি সাপেক্ষে কেন্দ্রে চাকুরি প্রদান; এবং
* বেসরকারি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি প্রাপ্তিতে সহযোগিতা।

বি:দ্র: প্রতিষ্ঠানটি পুনরায় চালুর বিষয়টি প্রক্রিয়াধীন