শেখ রফিকুল ইসলাম
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক (সম্মান), এমএ (ইংরাজি), রাজশাহী বিশ্ববিদ্যালয়
এলএলবি (সম্মান), ইউনিভারসিটি অব নর্থামব্রিয়া, ইউকে
এলএলএম, ইউনিভারসিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা
জনাব শেখ রফিকুল ইসলাম ২০ ডিসেম্বর ১৯৮৯ খ্রিস্টাব্দ সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে ১৯৮৬ (৮ম) ব্যাচে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। মাঠপর্যায়ে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি সরকারি বিভিন্ন দপ্তর/সংস্থায় যেমন প্রথম সচিব, এনবিআর; পরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও সদস্য, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মাঠপর্যায়ে কর্মরত থাকাকালীন তিনি ব্যক্তিগতভাবে জনস্বার্থে বেশকিছু উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন, যা উক্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার কিছু চিত্র নিচের লিংকে যুক্ত করা হলো।
(১) রাজারহাটে স্যানিটেশন বিপ্লব (দৈনিক প্রথম আলো)
(২) শেখ রফিকুল ইসলাম ও তাঁর অবলা বান্ধবের কাহিনী (দৈনিক প্রথম আলো)
(৩) এককালীন ত্রাণ নয়, লক্ষ্য স্থানীয় কর্মসংস্থান (প্রথম আলো)
(৪) কুড়িগ্রামের অবলাবান্ধব ( প্রথম আলো সম্পাদকীয়)
(৫) শুনুন অবলাবান্ধবের কথা (প্রথম আলো)
(৬) রাজারহাটের অবলাবান্ধবঃ অনাথ দুঃস্থ মেয়েদের পথ দেখাচ্ছে (যুগান্তর)
(৭) রাজারহাটের নীরব বিপ্লব (দৈনিক জনকষ্ঠ)
(৮) Razarhat Upz first come under 100% sanitation coverage (Daily Observer)
(৯) রাজারহাটে স্যানিটেশন বিপ্লব (দৈনিক ইনকিলাব)