Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০২৩

আশ্রয়ন প্রকল্প

প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক পরিচালিত আশ্রয়ন প্রকল্পটি সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচী। সমাজসেবা অধিদফতর ২০০১ খ্রিঃ থেকে প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামে বসবাসকারি দরিদ্র জনগোষ্ঠি,ভূমিহীন,গৃহহীন,ছিন্নমূল ও দুর্দশাগ্রস্থ পরিবারকে পূনর্বাসন এবং তাদের শিক্ষা,  চিকিৎসা, প্রশিক্ষন ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার জন্য আশ্রয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ।

কর্মসূচীর উদ্দেশ্য:

  • সমাজের নিরাশ্রয় ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসন করা।
  • প্রকল্প ভূক্ত জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমিতি গঠন করা।
  • প্রকল্পভূক্ত জনগোষ্ঠীকে স্বকর্মে নিয়োজিত করার জন্য বিভিন্ন ট্রেডে ঋণ প্রদান করা।

লক্ষভূক্ত পরিবার:

  • প্রকল্পের পূনর্বাসিত উপকারভোগীরাই ঋণ গ্রহণের যোগ্য বিবেচিত হবেন।
  • ঋণ গ্রহণকারীর (পুরুষ/মহিলা) বয়স আঠার  বৎসর বা তদুর্ধ হতে হবে।
  • ঋণ গ্রহণকারী এ প্রকল্পের আওতায় বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত হতে হবে।
  • ঋণ সীমাঃ প্রকল্পভূক্ত জন/পরিবার প্রতি-২০০০/- হতে ১৫০০০/- টাকা পযন্ত ।

প্রকল্পের শুরু থেকে ডিসেম্বর/২০২২ পর্যন্ত  অগ্রগতির তথ্য: 

০১

মোট জেলা

৫৭টি

০২

মোট উপজেলা

১৮১টি

০৩

মোট ব্যারাক সংখ্যা

২২৭৭টি

০৪

মোট ক্ষুদ্র ঋণ (২০০০-২০০২)

২০৭৩১৮০০০

০৫

বিতরণকৃত ঋণের পরিমাণ

১২,৬৫,৫৬,৪৭৬/-

০৬

আদায়যোগ্য অর্থের পরিমাণ

১৩,৬৬,১৪,২৬৪/-

০৭

 আদায়কৃত অর্থের পরিমাণ

৯,৩৫,৫৮,৮৪৫/-

০৮

আদায়ের হার

৬৮%

০৯

পুণ: বিনিয়োগ

১২,০৩,১৫,১৭০/-

১০

আদায়যোগ্য অর্থের পরিমাণ

১২,৬২,৬৬,২০৫/-

১১

 আদায়কৃত অর্থের পরিমাণ

৮,২০,৮৫,৬০৪/-

১২

আদায়ের হার

৬৫%

১৩

আদায়কৃত সার্ভিস চার্জ

১,২৪,৫৯,১৬৮/-

১৪

ঋণ গ্রহিতার সংখ্যা

২০৫৮৬ জন

১৫

সর্বশেষ ব্যাংক স্থিতি

৭,২৭,৯৬,৮৮৯/-

১৬

সরকারি কোষাগারে জমা

২,৬১,১৪,৩৬৫/-

১৭

প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত সংখ্যা

৩৯৫২২ জন

 

সমাজসেবা অধিদফতরাধীন নিম্নোক্ত ৭ টি জেলায় আশ্রয়ন প্রকল্পের কাযক্রম চালু নেই।  জেলাগুলো হলো ঢাকা, নরসিংদী, রাংগামাটি ,খাগড়াছড়ি,কুষ্টিয়া, চুয়াডাংগা, হবিগঞ্জ।