Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০১৮

আইসিটি ও ই সার্ভিস কমিটি

ডকেটিং নম্বর: ৪৬,৯০৬
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 
সমাজকল্যাণ মন্ত্রণালয় 
সমাজসেবা অধিদফতর 
গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ শাখা 
www.dss.gov.bd
শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে
 
 
নম্বর: ৪১.০১.০০০০.০২০.০৩.০০১.১৮.৩৯৯
তারিখ: ১১ শ্রাবণ ১৪২৫
২৬ জুলাই ২০১৮
 
অফিস আদেশ
সমাজসেবা অধিদফতরের আইসিটি ও ই-সার্ভিস বিষয়ক যাবতীয় কার্যাদি বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি ‘আইসিটি ও ই-সার্ভিস’ কমিটি গঠন করা হলো:
ক্রম. কর্মকর্তার নাম, পদবি ও পরিচিতি নম্বর দায়িত্ব
১. জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম
উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ)
পরিচিতি নম্বর: ০০৬১
চেয়ারপারসন
২. জনাব রুহুল আমিন বাশীর
সহকারী পরিচালক (কার্যক্রম-২)
পরিচিতি নম্বর: ০২২৭
সদস্য
৩. জনাব জাহাঙ্গীর কবীর
সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন-৩)
পরিচিতি নম্বর: ০২৩৭
সদস্য
৪. জনাব মোঃ জহিরুল ইসলাম
প্রভাষক, জাতীয় সমাজসেবা একাডেমী
পরিচিতি নম্বর: ০৩০৫
সদস্য
৫. জনাব মোহাম্মদ আছাদুজ্জামান
সমাজসেবা অফিসার (প্রতিষ্ঠান-১)
সদস্য
৬. জনাব মোহাম্মদ রেজাউর রহমান
সহকারী পরিচালক (অর্থ)
পরিচিতি নম্বর: ০১৫৩
সদস্য-সচিব

কর্মপরিধি:
১. জাতীয় আইসিটি পলিসি, ২০১৫, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬, তথ্য অধিকার আইন, ২০০৯ এবং তদসংশ্লিষ্ট বিধিমালা ও প্রবিধানমালা এবং এসডিজি, পঞ্চ বার্ষিক পরিকল্পনা এবং এনএসএসএস অনুসারে সমাজসেবা অধিদফতরের আইসিটি ও ই-সার্ভিস বিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান পালন করা;
২. নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সমাজসেবা অধিদফতরের অনুন্নয়ন বাজেট সংশ্লিষ্ট আইসিটি ও ই-সার্ভিস সংক্রান্ত হার্ডওয়ার যন্ত্রাংশের কারিগরি বিনির্দেশ (Technical Specification), সফটওয়্যার উন্নয়ন সংক্রান্ত টিওআর (TOR) প্রস্তুত, মতামত প্রদান এবং সংক্রান্ত সকল কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি করা; 
৩. মাঠ পর্যায়ের আইসিটি ও ই-সার্ভিস  উন্নয়নে নিয়মিত কার্যক্রম পরিচালনা ও তদারকি করা;
৪. প্রতি ০২(দুই) মাস পরপর মহাপরিচালক বরাবর অগ্রগতি প্রতিবেদন পেশ করা।

  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ১৮ জানুয়ারি ২০১২ তারিখের অফিস আদেশ নম্বর: ৪১.০১.০০০০.০১৭.১৬.০০১.১২.২৪ এতদ্বারা বাতিল করা হলো।
 
 
signature২৬-৭-২০১৮
গাজী মোহাম্মদ নূরুল কবির
মহাপরিচালক
 
নম্বর: ৪১.০১.০০০০.০২০.০৩.০০১.১৮.৩৯৯/১(২৩)
তারিখ: ১১ শ্রাবণ ১৪২৫
২৬ জুলাই ২০১৮
অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হইল: 
১) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়
২) পরিচালক (প্রশাসন ও অর্থ / কার্যক্রম / প্রতিষ্ঠান)
৩) বিভাগীয় পরিচালক (সকল), সমাজসেবা অধিদফতর
৪) অতিরিক্ত পরিচালক (সকল),.......................................সমাজসেবা অধিদফতর, ঢাকা।
৫) উপপরিচালক, গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ শাখা, সমাজসেবা অধিদফতর
৬) উপপরিচালক (সকল), ................................সমাজসেবা অধিদফতর, ঢাকা।
৭) জনাব মোহাম্মদ রেজাউর রহমান, সহকারী পরিচালক (অর্থ), সমাজসেবা অধিদফতর, ঢাকা।
৮) জনাব রুহুল আমিন বাশীর, সহকারী পরিচালক (কার্যক্রম-২) , সমাজসেবা অধিদফতর, ঢাকা।
৯) জনাব জাহাঙ্গীর কবীর, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন-৩), সমাজসেবা অধিদফতর, ঢাকা।
১০) সহকারী পরিচালক (সকল),............................... সমাজসেবা অধিদফতর, ঢাকা।
১১) মোঃ জহিরুল ইসলাম, প্রভাষক, জাতীয় সমাজসেবা একাডেমী, ঢাকা।
১২) জনাব মোহাম্মদ আছাদুজ্জামান, সমাজসেবা অফিসার (প্রতিষ্ঠান-১), সমাজসেবা অধিদফতর, ঢাকা।
১৩) পরিচালক (প্রশাসন ও অর্থ / কার্যক্রম / প্রতিষ্ঠান)
১৪) বিভাগীয় পরিচালক (সকল), সমাজসেবা অধিদফতর
signature২৬-৭-২০১৮
গাজী মোহাম্মদ নূরুল কবির
মহাপরিচালক
020.399.pdf