গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদফতর, সমাজকল্যাণ মন্ত্রণালয় সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter) |
ক্রমিক | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি, ফোন ও ইমেইল) |
১. |
সমাজসেবা অধিদফতর প্রদত্ত সেবা বিষয়ক তথ্য প্রদান |
তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরম-এ আবেদন করতে হবে। ডাক যোগে বা ইমেইলে তথ্য আবেদনকারীকে প্রেরণ করা হয়। |
নির্ধারিত ফরমে আবেদনপত্র ও প্রযোজ্য নির্ধারিত ফি’র ট্রেজারী চালান জমার রশিদ। www.dss.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র ও চালান ফরম পাওয়া যাবে। |
তথ্য অধিকার আইন অনুয়ায়ী নির্ধারিত ফি। নির্ধারিত ফি ও চালান তথ্য ওয়েব সাইটে পাওয়া যাবে। |
সদর দপ্তর সংক্রান্ত তথ্য প্রাপ্তির ক্ষেত্রে ২০ কার্যদিবস। অন্যান্য দপ্তর সংক্রান্ত তথ্য প্রাপ্তির ক্ষেত্রে ৩০ কার্যদিবস |
নাম: মোঃ সাজ্জাদুল ইসলাম পদবি: উপপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) ফোন: +৮৮০২ ৯১৩৭৯৮৫ ইমেইল: rti@dss.gov.bd কক্ষ নং: ৩০৪ |
২ |
নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের কর্ম এলাকা সম্প্রসারণ অনুমোদন |
প্রয়োজনীয় তথ্যসহ আবেদন ও তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্ম এলাকা সম্প্রসারণ করা হয়। |
আবেদনপত্র (সাদা কাগজে) প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
নাম: জনাব স্বপন কুমার হালদার পদবী: উপপরিচালক (নিবন্ধন) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০৩৪ ই-মেইল: dd.reg@dss.gov.bd কক্ষ নং: ৪১৪ |
৩ |
শিশু সুরক্ষায় টেলিফোনিক সহায়তা পরিসেবা |
যে কোন মোবাইল ফোন বা ল্যান্ড ফোন থেকে সরাসরি চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এ কল করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করা যায়। |
চাইল্ড হেল্পলাইন-১০৯৮ একটি টোল ফ্রি টেলিফোন নম্বর। কোন ধরনের কাগজপত্রের প্রয়োজন নেই। সরাসরি ফোন করে সহায়তা নেয়া যায়। |
বিনামূল্যে |
তথ্য সেবা- তাৎক্ষণিক বিশেষ সেবা-২৪ ঘন্টা |
নাম: ডাঃ আশরাফী আহমদ পদবি: জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প ফোন: +৮৮০২ ৯১৩৯০০৪ ইমেইল: rupahmad@yahoo.com |
ক্রমিক | সেবার নাম | সেবাপ্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান | সেবামুল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবী, ফোন ও ইমেইল) |
১. |
মাঠপর্যায়ের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমূহের অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
নাম: এ কে এম ফজলুজ্জোহা পদবী: কর্মসূচি পরিচালক (শেখ রাসেল) ফোন: +৮৮০১৮৫৫২২১১৯৯ ই-মেইল: fazluzzoha@gmail.com কক্ষ নং: ৮০৭ |
২. |
মাঠপর্যায়ের কার্যালয় সমূহে প্রতিবন্ধী সনাক্তকরণ কার্যক্রমের অর্থ ছাড় ও বরাদ্দ |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
নাম: ডা. আশরাফী আহমদ পদবী: কর্মসূচি পরিচালক (প্রতিবন্ধী সনাক্তকরণ) ফোন: +৮৮০১৭১৩০১৮১১৫ ই-মেইল: rupahmad@gmail.com কক্ষ নং: ৬০৫ |
৩. |
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র ও নির্ধারিত ছকে চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির নামে চেক ইস্যু করা হয় ও চেকসমূহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রেরণ করা হয় |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৯০ কার্যদিবস |
নাম: জনাব দেবব্রত দাস পদবী: উপপরিচালক (চিকিৎসা সহায়তা উপশাখা) , সামাজিক নিরাপত্তা অধিশাখা ফোন: +৮৮০১৬২০ ৭৫৬১৯৬ ইমেইল: debratadss1969@gmail.com কক্ষ নং: ৭০১ |
৪. |
হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা, উপবৃত্তি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাস্তবায়নে অর্থ ছাড় ও বরাদ্দ |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
নাম: জনাব মোঃ হেলাল উদ্দিন ভূঁঞা পদবী: উপপরিচালক (বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠী উপশাখা) , সামাজিক নিরাপত্তা অধিশাখা ফোন: +৮৮০১৭১৭ ১০৫৪৪৯ কক্ষ নং: ১০০৯ |
৫. |
গ্রেড ৪ থেকে ১১ কর্মচারীগণের বিশেষ প্রশিক্ষণ সেবা |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
২০ কার্যদিবস |
নাম: জনাব সাফায়েত হোসেন তালুকদার পদবী: অধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি ফোন: +৮৮০ ২ ৯১১৬০৬৮ ই-মেইল: pri.nass@dss.gov.bd কক্ষ নং: সমাজসেবা একাডেমি ভবন |
৬. |
গ্রেড ১২ থেকে ২০ পর্যন্ত কর্মচারীগণের বিশেষ প্রশিক্ষণ সেবা |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
২০ কার্যদিবস |
নাম: জনাব মোঃ হাবিবুর রহমান পদবী: উপপরিচালক, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ফোন: +৮৮০ ২ ৮১২৮০৭১ ই-মেইল: dd_rtc.dhaka@dss.gov.bd কক্ষ নং: সমাজসেবা একাডেমি ভবন (নীচতলা) |
৭. |
ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা সমূহের অর্থ ছাড় ও বরাদ্দ |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ৬ মাস অন্তর অন্তর বছরে ২ বার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৯০ কার্যদিবস |
নাম: জনাব হরিশ চন্দ্র বিশ্বাস পদবী: উপপরিচালক (প্রতিষ্ঠান-১) ফোন: +৮৮০ ২ ৯১৩৭৯৮৭ ই-মেইল: dd.ins1@dss.gov.bd কক্ষ নং: ৩০৭ |
৮. |
মাঠ পর্যায়ের কার্যালয় সমূহের টেন্ডার বিজ্ঞপ্তি বা অন্যান্য বিজ্ঞপ্তি বা পত্র সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে অনুরোধপত্র ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বা পত্রের পিডিএফ সফট কপি। |
বিনামূল্যে |
০২ কার্যদিবস |
নাম: জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম পদবী: উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ) ফোন: +৮৮০ ২ ৯১৩৭৯৮৫ ই-মেইল: dd.pub@dss.gov.bd কক্ষ নং: ৩০৪ |
৯. |
বয়স্কভাতা কর্মসূচির কোটা নির্ধারণ, অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বছরে ৪ কিস্তিতে অর্থ ছাড় ও বছরে এক বা জনস্বার্থে একাধিকবার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত পত্র ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৯০ কার্যদিবস |
নাম: জনাব ফরিদ আহমেদ মোল্লা পদবী: উপপরিচালক (কার্যক্রম-২) ফোন: +৮৮০ ২ ৯১৩৮৯৯২ ই-মেইল: dd.prog2@dss.gov.bd কক্ষ নং: ৫০৬ |
১০. |
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচির কোটা নির্ধারণ, অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বছরে ৪ কিস্তিতে অর্থ ছাড় ও বছরে এক বা জনস্বার্থে একাধিকবার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত পত্র ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৯০ কার্যদিবস |
জনাব মোঃ গোলাম মোস্তফা উপপরিচালক ( বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা শাখা) , সামাজিক নিরাপত্তা অধিশাখা ফোনঃ +৮৮ ০২ ৯১৪০৮১৭ ইমেইলঃ gmostofa@gmail.com কক্ষ নং- ৫০৫ |
১১. |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচির কোটা নির্ধারণ, অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বছরে ৪ কিস্তিতে অর্থ ছাড় ও বছরে এক বা জনস্বার্থে একাধিকবার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত পত্র ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৯০ কার্যদিবস |
জনাব মোঃ আব্দুল হামিদ উপপরিচালক ( অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি শাখা) , সামাজিক নিরাপত্তা অধিশাখা ফোনঃ +৮৮ ০২ ৯১৪ ০৮১৭ ইমেইলঃ hamiddss1973@gmail.com কক্ষ নং- ৫০৫ |
১২. |
চা- শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির কোটা নির্ধারণ, অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বছরে ৪ কিস্তিতে অর্থ ছাড় ও বছরে এক বা জনস্বার্থে একাধিকবার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত পত্র ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৯০ কার্যদিবস |
জনাব মোঃ শাহজাহান উপপরিচালক (চা শ্রমিক ও ভিক্ষুক পুনর্বাসন), সামাজিক নিরাপত্তা অধিশাখা ফোনঃ +৮৮০২ ৫৫০০৬৫৯২ ইমেইলঃ pdbrp.ho@gmail.com |
১৩. |
শহর সমাজসেবা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত কোটা নির্ধারণ, অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ৪ কিস্তিতে অর্থ ছাড় ও বছরে এক বা জনস্বার্থে একাধিকবার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
নাম: জনাব মোহাঃ কামরুজ্জামান পদবী: উপপরিচালক (ইউসিডি) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০১০ ই-মেইল: dd.ucd@dss.gov.bd কক্ষ নং: ৭০৭ |
১৪. |
পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ৪ কিস্তিতে অর্থ ছাড় ও বছরে এক বা জনস্বার্থে একাধিকবার সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
15 কার্যদিবস |
নাম: জনাব মোহাম্মদ রবিউল ইসলাম পদবী: উপপরিচালক (কার্যক্রম-১) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২৯ ই-মেইল: dd.prog1@dss.gov.bd কক্ষ নং: ৫১১ |
১৫. |
বিজ্ঞ আদালতে সমাজসেবা অধিদফতর সংশ্লিষ্ট মামলার বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাগণকে সহায়তা |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
15 কার্যদিবস |
নাম: জনাব মোঃ হাবিবুর রহমান পদবী: আইন কর্মকর্তা ফোন: +৮৮০ ২ ৯১৩৬৬৯২ ই-মেইল: dd.ins2@dss.gov.bd কক্ষ নং: ৩১৪ |
১৬. |
ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অর্থ ছাড় ও বরাদ্দ প্রদান |
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত পত্র বা চাহিদাপত্রের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
15 কার্যদিবস |
নাম: জনাব মোঃ শাহজাহান পদবী: কর্মসূচি পরিচালক (ভিক্ষাবৃত্তি) ফোন: +৮৮০১৭১৬৩০১৮৬০ ই-মেইল: pdbrp.ho@gmail.com কক্ষ নং: ১০০৭ |
১৭. |
সমাজসেবা অধিদফতর ও অধীন মাঠপর্যায়ের পরিচালন খাতের অর্থ বরাদ্দ, ব্যয় মঞ্জুরী ও আইবাস (iBAS) সংক্রান্ত সেবা। |
সমাজসেবা অধিদফতরের বিভিন্ন শাখা ও মাঠপর্যায়ের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত প্রস্তাবের প্রেক্ষিতে মহাপরিচালক, সমাজসেবা অধিদফতরের অনুমোদনক্রমে বাজেট বরাদ্দ ও ব্যয় মঞ্জুরী প্রদান করা হয় |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
১৫ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
১৮. |
সমাজসেবা অধিদফতর ও অধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহের সাধারণ অনুচ্ছেদভুক্ত অডিট আপত্তি নিস্পত্তি সংক্রান্ত সেবা |
সমাজসেবা অধিদফতর ও অধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহ হতে প্রাপ্ত ব্রডশীট জবাবের প্রেক্ষিতে অডিট আপত্তি নিস্পত্তির লক্ষ্যে দ্বিপক্ষীয় সভার আয়োজনের মাধ্যমে আপত্তি নিস্পত্তি করা হয় |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ফরমেট এ ব্রডশীট জবাব সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূলে |
১৫ কার্যদিবস |
নাম: জনাব সাইফুর রহমান পদবী: সমাজসেবা অফিসার (অডিট) ফোন: +৮৮০২ ৯১১৯৭৩০ ই-মেইল: saifurrahman.dss@gmail.com কক্ষ নং: 303 |
১৯. |
সমাজসেবা অধিদফতর ও অধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহের অগ্রিম/খসড়া অনুচ্ছেদভুক্ত অডিট আপত্তি নিস্পত্তিতে সহায়তা প্রদান |
সংযুক্ত দপ্তরসমূহ হতে ব্রডশীট জবাবের প্রেক্ষিতে ত্রিপক্ষীয় সভার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয় ও ত্রিপক্ষীয় সভার অডিট আপত্তি নিস্পত্তি করা হয়। |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ফরমেট এ ব্রডশীট জবাব সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূলে |
১৫ কার্যদিবস |
নাম: জনাব সাইফুর রহমান পদবী: সমাজসেবা অফিসার (অডিট) ফোন: +৮৮০২ ৯১১৯৭৩০ ই-মেইল: saifurrahman.dss@gmail.com কক্ষ নং: 303 |
২০. |
সমাজসেবা অধিদফতর ও অধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহের ইনোভেটর গণকে মেন্টরিং সংক্রান্ত সেবা |
ইনোভেশন সংক্রান্ত যে কোন তথ্য, সেবা বা কারিগরী সহায়তার জন্য চীফ ইনোভেশন অফিসারসহ |
টেলিফোন বা ই-মেইলে সমস্যা বা বিষয়বস্তু মেন্টরকে অবহিত করা যাবে |
বিনামূলে |
১ কার্যদিবস |
নাম: জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম পদবী: উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ) ও ইনোভেশন অফিসার ফোন: +৮৮০ ২ ৯১৩৭৯৮৫ ই-মেইল: dd.pub@dss.gov.bd কক্ষ নং: ৩০৪ |
২১. |
বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতা, প্রতিবন্ধী উপাবৃত্তি, চা-শ্রমিকদের জীবনমান) অর্থ বিভাজন, অর্থ ছাড় |
মাঠ পর্যায়ের দপ্তরসমূহ থেকে প্রস্তাবের প্রেক্ষিতে ক্ষেত্রবিশেষে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে সেবা প্রদান প্রদান করা হয় |
মাঠ পর্যায়ের কার্যালয় থেকে সাদা কাগজে প্রাপ্ত আবেদন ও নির্ধারিত ছকে চাহিদাপত্র যা সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে |
বিনামূল্যে |
১০ কার্যদিবস |
নাম: জনাব ফরিদ আহমেদ মোল্লা পদবী: উপপরিচালক (বয়স্ক ভাতা শাখা) ফোন: +৮৮০ ২ ৯১৩৮৯৯২ ই-মেইল: dd.prog2@dss.gov.bd কক্ষ নং: ৫০৬ |
২২. |
মাঠপর্যায়ের কর্মচারীদের ব্যক্তিগত কারণে অর্জিত ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান |
ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণের অনুমতি ও অর্জিত ছুটি মঞ্জুর প্রদান করা হয় |
আবেদনপত্র, ছুটির প্রাপ্যতা প্রতিবেদন, বিদেশ গমনের নির্ধারিত ফরম, সরকারী পরিপত্র, মহাপরিচালকের সুপারিশ। |
বিনামূল্যে |
৭ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
২৩. |
মাঠপর্যায়ের ১ম শ্রেণির কর্মকর্তাদের ব্যক্তিগত কারণে অর্জিত ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ |
ব্যক্তিগত কারণে বিদেশ ভ্রমণের অনুমতি ও অর্জিত ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ |
আবেদনপত্র, ছুটির প্রাপ্যতা প্রতিবেদন, বিদেশ গমনের নির্ধারিত ফরম, সরকারী পরিপত্র, মহাপরিচালকের সুপারিশ। |
বিনামূল্যে |
৭ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
২৪. |
সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের পিআরএল/ পেনশন সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ |
প্রস্তাব প্রাপ্তি সাপেক্ষে পিআরএল/পেনশন মঞ্জুরি সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় |
পিআরএল এর ক্ষেত্রে আবেদনপত্র, ছুটির প্রাপ্যতা প্রতিবেদন, এসএসসি সনদপত্র এবং পেনশনের ক্ষেত্রে ইএলপিসি, বিভাগী/ফৌজদারী মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র/ উত্তরাধীকারী মনোনয়ন/ ক্ষমতা অর্পন ইত্যাদি। |
বিনামূল্যে |
৭ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
২৫. |
সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা/ কর্মচারীদের বিভিন্ন অগ্রিম (গৃহ নির্মাণ, মোটর কার, মোটর সাইকেল ও কম্পিউটার) মঞ্জুরীর আবেদন মন্ত্রণালয়ে সুপারিশসহ প্রেরণ |
অধিদফতরের কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন অগ্রিম (গৃহ নির্মাণ, মোটর কার, মোটর সাইকেল ও কম্পিউটার) মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে মঞ্জুরি প্রদান করা হয়। |
আবেদনপত্র, নির্ধারিত ফরম, ৩০০ টাকার ষ্ট্যাম্পে বায়নাপত্র, মহাপরিচালকের প্রস্তাব। |
বিনামূল্যে |
১৫ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
২৬. |
সমাজসেবা অধিদফতরের মুক্তিযোদ্ধা কর্মকর্তাগণের চাকুরীর সময়সীমা বৃদ্ধি ও মুক্তিযোদ্ধা সনদপত্র প্রত্যয়ন |
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদপত্র প্রত্যয়ন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিপত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা কর্মকর্তা চাকুরীর বয়সসীমা বৃদ্ধি করা হয় |
সমাজসেবা অধিদফতরের প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদপত্র প্রত্যয়ন |
|
১৫ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
২৭. |
সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারীগণের আর্থিক পাওনা বা চাকুরীর সুবিধাদি প্রাপ্তির দাবী সংক্রান্ত রিট মামলা সংক্রান্ত বিষয়াদি |
রিট মামলার বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আপীল বিভাগের রায়/সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কোর্টে কোন তথ্য প্রেরণের প্রয়োজন হলে অধিদফতর থেকে প্রাপ্তি সাপেক্ষে বিজ্ঞ সলিসিটরের নিকট প্রেরণ করা হয়, ক্ষেত্রবিশেষে আইন ও বিচার বিভাগের মতামত গ্রহণ করা হয়। |
বিজ্ঞ আদালতের আদেশ সমাজসেবা অধিদফতরের প্রতিবেদন
|
|
১৫ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
২৮. |
সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে নতুন উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াকরণ |
ক) বেসরকারি সংস্থা হতে নির্ধারিত ছকে প্রস্তাব অধিদফতরের আসার পর যাচাই বাছাই কমিটিতে উপস্থাপন এবং প্রয়োজনীয় সুপারিশসহ সংস্থায় প্রেরণ। খ) সংস্থা থেকে পুর্নগঠিত ডিপিপি প্রাপ্তির পর তা মন্ত্রণালয়ে প্রেরণ ও মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রেরণ। গ) জনবলের অন্তর্ভুক্ত থাকলে নির্ধারিত ছকে মন্ত্রণালয়ে প্রেরণ ও মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে প্রেরণ ঘ) পরিকল্পনা কমিশনে প্রকল্পটি অনুমোদনের পর মন্ত্রণালয় থেকে অনুমোদিত প্রকল্পের প্রশাসনিক আদেশ জারী। |
প্রকল্প ছক- পরিকল্পনা কমিশনের উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াকরণ সংক্রান্ত নির্দেশিকা।
|
বিনামূল্যে
|
৭ কার্যদিবস
৫ কার্যদিবস
৭ কার্যদিবস
৭ কার্যদিবস
|
নাম: জনাব মোহাঃ সাদিকুল হক পদবী: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ফোন: +৮৮০ ২ ৮১৮১৪৯০ ই-মেইল: dd.plan@dss.gov.bd কক্ষ নং: 907
|
২৯. |
সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে সংশোধিত প্রকল্প প্রক্রিয়াকরণ |
ক) প্রকল্প পরিচালক থেকে সংশোধিত প্রস্তাব প্রাপ্তির পর স্টিয়ারিং কমিটি/ডিপিইসি সভায় উপস্থাপন। খ) ডিপিইসি সভায় সুপারিশের আলোকে সংস্থা থেকে সংশোধিত ডিপিপি প্রাপ্তির পর প্রশাসনিক মন্ত্রণালয়ে প্রেরণ ও মন্ত্রণালয় থেকে অনুমোদন আদেশ জারী কিংবা ক্ষেত্র বিশেষে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ। |
প্রকল্প ছক- পরিকল্পনা কমিশনের উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াকরণ সংক্রান্ত নির্দেশিকা।
|
বিনামূল্যে |
৭ কার্যদিবস ৭ কার্যদিবস
|
নাম: জনাব মোহাঃ সাদিকুল হক পদবী: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ফোন: +৮৮০ ২ ৮১৮১৪৯০ ই-মেইল: dd.plan@dss.gov.bd কক্ষ নং: 907
|
গ) অভ্যন্তরীণ সেবা
ক্রমিক | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি, ফোন ও ইমেইল) |
|||
১. |
অধিদফতরের বিভিন্ন শাখার আনুষাঙ্গিক মালামল সরবরাহ ও সেবা |
চাহিদাপত্র অনুযায়ী মালামাল ও সেবা সরবরাহ করা হয় |
-- |
বিনামূল্যে |
১ কার্যদিবস |
নাম: জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল:dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
|||
২. |
অধিদফতরের কর্মকর্তাদের আবাসিক টেলিফোন সংযোগের সরকারি আদেশ |
কর্মকর্তাগণের আবেদনের প্রেক্ষিতে অগ্রাধীকার প্রাপ্যতা অনুযায়ী সেবা প্রদান করা হয়। |
আবেদনপত্র নির্ধারিত ফরম |
বিনামূল্যে |
২ কার্যদিবস |
নাম: জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল:dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
|||
৩. |
অধিদফতরের ওয়েব সাইটে আইন/বিধি/ পরিপত্র/প্রজ্ঞাপন/বাজেট/বিজ্ঞপ্তি/নোটিশ/অফিস আদেশ/টেন্ডার নোটিশ/খবর/প্রেসনোট/ প্রেসরিলিজ/কর্মকর্তাগণের তালিকা/বদলীসহ যে কোন তথ্য প্রকাশ/সংশোধন ও হালনাগাদকরণ সংক্রান্ত সেবা |
প্রকাশযোগ্য তথ্যের সফট কপি এবং হার্ড কপি প্রাপ্তি সাপেক্ষে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। |
-- |
বিনামূল্যে |
১ কার্যদিবস |
নাম: জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম পদবী: উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ) ফোন: +৮৮০ ২ ৯১৩৭৯৮৫ ই-মেইল: dd.pub@dss.gov.bd কক্ষ নং: ৩০৪ |
|||
৪. |
সমাজসেবা অধিদফতর সংক্রান্ত নীতি, আইন, বিধিসহ প্রকাশিত পরিপত্র, প্রজ্ঞাপনসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি ওয়েব সাইটে প্রকাশ |
সংশ্লিষ্ট শাখাসমূহ থেকে তথ্যাদি নির্ধারিত ফরম পূরণপূর্বক আইসিটি অধিশাখায় সরবরাহ করা হতে তা ওয়েবসাইটে আপলোড করা হয়। |
নির্ধারিত ফরম, আইসিটি শাখা |
বিনামূল্যে |
২ কার্যদিবস |
নাম: জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম পদবী: উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযোগ) ফোন: +৮৮০ ২ ৯১৩৭৯৮৫ ই-মেইল: dd.pub@dss.gov.bd কক্ষ নং: ৩০৪ |
|||
৫. |
অধিদফতরের ইন্টারনেট, দাপ্তরিক ও আবাসিক টেলিফোন সংযোগ এর সরকারি আদেশ ও চেক নগদায়ন |
বিল প্রাপ্তি সাপেক্ষে পরিশোধ করা হয়। |
সংশ্লিষ্ট বিল |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
নাম: জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
|||
৬. |
অধিদফতরের পত্রিকা/ম্যাগাজিন ইত্যাদি বিলসমূহের চেক প্রদান |
বিল প্রাপ্তি সাপেক্ষে পরিশোধ করা হয়। |
সংশ্লিষ্ট বিল |
বিনামূল্যে |
৩ কার্যদিবস |
নাম: জনাব জনাব মোঃ নুরুল হক মিয়া পদবী: উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ফোন: +৮৮০ ২ ৯১৩৮০২০ ই-মেইল: dd.adm_fin@dss.gov.bd কক্ষ নং: ৩০৬ |
|||
২) আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক |
প্রতিশ্রুত/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ |
স্বয়ংসম্পূর্ণ আবেদনপত্র জমা প্রদান |
২ |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
৩ |
প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল মেসেজ/ই-মেইলের নির্দেশনা অনুসরণ করা |
৪ |
সাক্ষাতের জন্য ধার্য তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৫ |
অনাবশ্যক ফোন/তদবির না করা |
৩) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) |
নামঃ জনাব মোঃ জুলফিকার হায়দার পদবি: পরিচালক (কার্যক্রম) ফোন: +৮৮০ ২ ৯১১১৭৪৯ ইমেইল: dir.prog@dss.gov.bd ওয়েব: www.dss.gov.bd |
তিন মাস |
২ |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
আপিল কর্মকর্তা |
নামঃ জনাব শেখ রফিকুল ইসলাম পদবি: মহাপরিচালক ফোন: +৮৮০ ২ ৯১৩১৯৬৬ ইমেইল: dg@dss.gov.bd ওয়েব: www.dss.gov.bd |
এক মাস |
৩ |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে |
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল |
অভিযোগ গ্রহণ কেন্দ্র ৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ওয়েব: www.grs.gov.bd |
তিন মাস |
বি.দ্র.