Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st August ২০২৩

শিশু উন্নয়ন কেন্দ্র

শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সাথে সংঘর্ষে জড়িত বা সংস্পর্শে আসা শিশু বা অভিবাবক কর্তৃক প্রেরীত শিশুদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে একীভূত করার লক্ষ্যে শিশু উন্নয়ন কেন্দ্র পরিচারিত হচ্ছে। উন্নয়ন কেন্দ্রসমূহে স্বীকৃত পদ্ধতিতে আইনের সংস্পর্শে আসা শিশু ও অভিবাবক কর্তৃক প্রেরীত শিশুদের কেইস ওয়ার্ক, গাইডেন্স, কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন, ডাইভারশন ইত্যাদি স্বীকৃত পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ, ভরণপোষন, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন করে কর্মক্ষম ও উৎপাদনশীল নাগরিক হিসেবে সমাজে পুনর্বাসিত/আদালতের  নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।এ সকল প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৬০০ জন।

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা উন্নয়ন কেন্দ্র (বালক/ বালিকা) সমূহ পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে ৩ জন তত্ত্বাবধায়ক শিশু উন্নয়ন কেন্দ্র (বালক/ বালিকা) পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের ৩টি জন উপপরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র (বালক/ বালিকা) পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক/ বালিকা’র তত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন।

 

সংশ্লিষ্ট আইন বিধি

  • শিশু আইন ২০১৩
  • প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিনেন্স ১৯৬০;

 

সেবা

  • বিভিন্ন থানায়/কারাগারে আটকৃতদের শিশুদের প্রবেশন অফিসার কর্তৃক শিশু আইন অনুযায়ী বিচার প্রাপ্তির সহায়তা;
  • বিভিন্ন কারাগারে আটক শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর;
  • শিশু আদালত কর্তৃক প্রেরীত শিশুকে গ্রহণ;
  • রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রদান;
  • ভরণপোষন, শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
  • শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন;
  • কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন;
  • পরিচয়হীন শিশুর আত্মীয়-স্বজনকে খুজে বের করা;
  • সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা;
  • ফলো আপ করা।

 

সেবা গ্রহীতা

  • আইনের সাথে সংর্ঘষে জড়িত বা আইনের সংস্পর্শে আসা এবং অভিবাবক কর্তৃক প্রেরীত শিশু, যাদের কিশোর আদালত  উন্নয়ন কেন্দ্রে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছে।

 

সেবাদান কেন্দ্র:

 

ক্রম

প্রতিষ্ঠানের নাম

ঠিকানা

নিবাসীর ধরন

অনুমোদিত আসন

বর্তমান নিবাসি

০১

শিশু উন্নয়ন কেন্দ্র

টংগী, গাজীপুর

বালক

৩০০

৬৯৩

০২

শিশু উন্নয়ন কেন্দ্র

কোনাবাড়ী, গাজীপুর

বালিকা

১৫০

৬৮

০৩

শিশু উন্নয়ন কেন্দ্র

পুলেরহাট, যশোর

বালক

১৫০

৩০৩

মোট

৬০০

১০৬৪

 

 

 

কার্যাবলি

  • পুলিশ কর্তৃক শিশু গ্রেফতার
  • কিশোর আদালতে প্রেরণ/অভিবাবক কর্তৃক আদালতে হাজির করানো
  • প্রবেশন অফিসারের প্রাক-শাস্তি প্রতিবেদন
  • কিশোর আদালতের ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশ প্রদান
  • নাম রেজিস্ট্রিকরণ;
  • কিশোর উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর;
  • রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রদান;
  • ভরণপোষন, শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;
  • শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন;
  • কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন;
  • পরিচয়হীন শিশুর আত্মীয়-স্বজনকে খুজে বের করা;
  • মুক্তির ব্যবস্থা করা;
  • সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা;
  • ফলো আপ করা।

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

  • কিশোর উন্নয়ন কেন্দ্র পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • শিক্ষা, বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে সহায়তা;
  • শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধনে সহায়তা;
  • কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়নে সহায়তা;
  • কর্মসংস্থানে সহায়তা;
  • পরিচয়হীন শিশুর আত্মীয়-স্বজনকে খুজে বের করায় সহায়তা;
  • সমাজে পুনর্বাসনে সহায়তা;

 

সেবা প্রদানের সময়সীমা

  • আদালত/কারাগারের বন্দী শিশুকে কেন্দ্রে আনয়নের সাথে সাথে;
  • মুক্তি প্রাপ্তির পূর্ব পর্যন্ত।

 

যার সাথে যোগাযোগ করতে হবে

  • তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক), শিশু উন্নয়ন কেন্দ্র (বালক/বালিকা)

ঠিকানা

টেলিফোন

ওয়েব মেইল ঠিকানা

টংগী, গাজীপুর

+৮৮ ০২ ৯৮০১৩০৪

super.kuk.b.gazipur@dss.gov.bd

কোনাবাড়ী, গাজীপুর

+৮৮ ০২ ৯২৯৮৮২৫

super.kuk.g.gazipur@dss.gov.bd

পুলেরহাট, যশোর

+৮৮ ০৪২১ ৬৮৫২৪

super.kuk.b.jessore@dss.gov.bd

 

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

 

ক্রম

প্রতিষ্ঠানের নাম ঠিকানা

কর্মকর্তার নাম ও  পদবী

মোবাইল নম্বর ও ই-মেইল

০১

শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)

টংগী, গাজীপুর

জনাব এহিয়াতুজজামান

তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক)

০১৭১৭-৯০১৩১৯

kuktongi2015@gmail.com

০২

শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা)

কোনাবাড়ী, গাজীপুর

জনাব কে,এম, ওবায়দুল্লাহ আল মাসুদ

তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক)

০১৯১৪-৮৮০২০৫

masud.kmoa@gmail.com

০৩

শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)

পুলের হাট, যশোর

জনাব মো মঞ্জুরুল হাছান

তত্ত্বাবধায়ক (সহকারি পরিচালক)

০১৭১৮-২৬৫৫৪৫

kuk.jsr@gmail.com

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon