Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২২

কার্যক্রম অধিশাখা

2020-02-16-19-13-8704d72c6da27e400b67478215c1df13

নাম

মোঃ সাব্বির ইমাম

পদবি

পরিচালক (কার্যক্রম)

-মেইল

dir.prog@dss.gov.bd

ফোন (অফিস)

+৮৮০২ ৫৫০০৭০২৩

ফ্যাক্স

+৮৮০২ ৯১১১৭৪৯

ফোন (বাসা)

 

সমাজসেবা অধিদফতর কতৃক বাস্তবায়িত  ক্ষুদ্রঋণ কর্মসুচিসমূহ:  পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস), পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর এম সি), দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পুনর্বাসন কার্যক্রম, শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি),  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) এবং চিকিৎসা ও প্রবেশন কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং এর কাজ এই অধিশাখার মাধ্যমে সম্পাদিত হয়।

পরিচালক (কার্যক্রম) নেতৃত্বে ২ জন অতিরিক্ত পরিচালক, ৫ জন উপপরিচালক, ৮ জন সহকারী পরিচালক, ২ জন উপ-সহকারী পরিচালক, ১ জন প্রোগ্রাম অফিসার, ১ জন হিসাবরক্ষণ অফিসার, ২ জন সমাজসেবা অফিসার (আর.ও) ও ৬ জন সমাজসেবা অফিসার (সংযুক্ত) দায়িত্ব সম্পাদন করে থাকেন।

 

কার্যক্রম অধিশাখা আওতাধীন শাখা/সেলসমূহ:

১.  পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস) শাখা

২. পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর এম সি) শাখা

৩. দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পুনর্বাসন কার্যক্রম শাখা

৪.  শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি) শাখা

৫. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) শাখা

৬. চিকিৎসা ও প্রবেশন কর্মসূচি শাখা