Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৪

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা

ভূমিকা:

সরকারি কর্মচারীগণকে যুগোপযোগী, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ, প্রজ্ঞাবান, দূরদৃষ্টি সম্পন্ন মানব সম্পদের চাহিদা পূরণার্থে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাঠ পর্যায়ে অধিদপ্তরের ৫৪টি বিভিন্ন ধরনের কর্মসূচিতে কর্মরত কর্মীদের (৩য় ও ৪র্থ শ্রেণীর) প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। প্রতি কোর্সে ২৫ থেকে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ হিসাবে ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি বছর আনুমানিক ৪০০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

পটভূমি (কার্যক্রম শুরুর সময়কাল উল্লেখসহ):

১৯৬৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে আন্তঃপ্রশিক্ষণ কেন্দ্র (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) এর মাধ্যমে কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে এর নামকরণ করা হয় জাতীয় সমাজসেবা একাডেমি। অধিদপ্তরের বিশাল জনবলের প্রশিক্ষণ চাহিদা মেটানোর লক্ষ্যে ১৯৮১ সালে “আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র” শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা, খুলনা ও রাজশাহীতে তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। ১৯৯৯-২০০২ অর্থবছরে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে “আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও উন্নয়ন” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করে এই তিন বিভাগে একটি করে তিনটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করা হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য:

লক্ষ্য: সমাজসেবার ক্ষেত্রে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং দক্ষতা বিকাশে শ্রেষ্ঠত্ব অর্জন।

উদ্দেশ্য: দরিদ্র অসহায় জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সমপন্ন জনগোষ্ঠী এবং যত্নশীল সমাজ বিনির্মাণের জন্য তথ্য – যোগাযোগ প্রযুক্তি ও আধুনিক সমাজকর্মের অনুশীলন নির্ভর বিশেষায়িত জ্ঞান এবং অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দক্ষ ও সক্ষম জনশক্তি প্রস্তুত করা।

প্রদত্ত সেবার প্রসেস ম্যাপ:

কর্মপরিকল্পনা

 

কোর্স নির্বাচন

 

খসড়া অফিস আদেশ প্রস্তুত

 

প্রশাসনিক অনুমোদন

 

চুড়ান্ত অফিস আদেশ

 

ওয়েবসাইটে প্রকাশ

 

সেশন পরিচালনা সিডিউল

 

সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

৪। প্রশিক্ষণ কোর্সসমূহ -

  • দপ্তর ব্যবস্থাপনা ও আর্থিক বিধি
  • ওরিয়েন্টেশন
  • পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়ন
  • সামাজিক নিরাপত্তা কার্যক্রম ব্যবস্থাপনা
  • Computer Application and Office management course
  • প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যবস্থাপনা ও শিশু সুরক্ষা
  • শিশুর উন্নয়ন ও বিকাশ
  • ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা
  • দারিদ্র বিমোচন কার্যক্রম ব্যবস্থাপনা
  • Office Management & ICT Course
  • Office Management & Communication
  • দপ্তর ব্যবস্থাপনা ও ই-ফাইলিং 
  •  ইনহাউজ

 

সেবা প্রাপ্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগের তথ্য:

১। তথ্য প্রদানকারী কর্মকর্তা

নাম: শামসুন নাহার মাহমুদ, পদবী: ইন্সট্রাক্টর, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

মোবাইল নং- ০১৯২৮৯৪১৩০৩

ই-মেইল: shamsundss@gmail.com

২। বিকল্প কর্মকর্তা

নাম: মোসা: তাসলিমা খান, পদবী: ট্রেড ইন্সট্রাক্টর, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

মোবাইল নং- ০১৭১৭৪৭০৮০৩

ই-মেইল: taslimadss80@gmail.com

৩। আপীল কর্মকর্তা

নাম: মো: হাবিবুর রহমান, পদবী: উপপরিচালক ও আঞ্চলিক কেন্দ্রসমূহের সমন্বয়কারী

অফিসের নাম: আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।

মোবাইল নং- ০১৭১২১৭৭২১৬

ই-মেইল: dd-rtc.dhaka@dss.gov.bd তথ্য প্রদানকারী কর্মকর্তা

 

 

 

 

 

 

 

পরিসংখ্যান (শুরু থেকে এ পর্যন্ত বছর ভিত্তিক বাজেট, উপকারভোগীর পরিসংখ্যান তথ্যাদি):

উপকার ভোগীর লক্ষ্যমাত্রা (২০০১-২০২৩) =67187 জন, উপকার ভোগীর সংখ্যা  (২০০১-২০২৩)=26926 জন)

২০২১-২২ অর্থবছরে (১২ ভার্চুয়াল +১১২ স্বশরীরে)=১২৪টি কোর্সের মাধ্যমে ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক সর্বমোট=(২৯০ ভার্চুয়াল +৩২৪৯ স্বশরীরে)=৩৫৩৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০২২-২৩ অর্থবছরে  ৬টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক ২৫৮১ জনকে  ও অন্যান্য দপ্তর কর্তৃক আয়োজিত ২৮ জনসহ মোট = ২৬০৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ছাড়াও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কর্তৃক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ ১৫০ জনের উপস্থিতিতে একটি কর্মশালা আয়োজন করা হয়েছে।

 

 

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা কতৃক আয়োজিত জুলাই ২০২৩ - ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রশিক্ষণ সংক্রান্ত তথ্যাবলী :

 

ক্রমি: নং

প্রশিক্ষণের বিষয়

প্রশিক্ষণের সময়কাল

      প্রশিক্ষণার্থীর সংখ্যা

পুরুষ

মহিলা

মোট

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২০ আগস্ট/২৩ হতে ২৪ আগস্ট/২৩

২০

১০

৩০

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৭ আগস্ট/২৩ হতে ৩১ আগস্ট/২৩

১৮

১২

৩০

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

১০ সেপ্টেম্বর/২৩ হতে ১৪ সেপ্টেম্বর/২৩

১৮

১২

৩০

“আর্থিক ব্যবস্থাপনা কোর্স”

১৭ সেপ্টেম্বর/২৩ হতে ২১ সেপ্টেম্বর/২৩

২৪

৩২

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৬ সেপ্টেম্বর/২৩ হতে ২৭ সেপ্টেম্বর/২৩

১৮

১২

৩০

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

০৮ অক্টোবর/২৩ হতে ১২ অক্টোবর/২৩

১৪

১৭

৩১

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

১৫ অক্টোবর/২৩ হতে ১৯ অক্টোবর/২৩

২১

১০

৩১

” ওরিয়েন্টেশন কোর্স”

০৩ অক্টোবর/২৩

৭৫

১২

৮৭

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৪ ডিসেম্বর/২৩ হতে  ২৬ ডিসেম্বর/২৩

৩০

০৩

৩৩

১০

পেশাগত দক্ষতা বৃদ্ধি”

২৭ ডিসেম্বর/২৩ হতে  ২৮ ডিসেম্বর/২৩

২৬

০৭

৩৩


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon