Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০২২

৩০% বিনামূল্যে চিকিৎসা

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত সমাপ্ত প্রকল্পের আওতায় ৩৭ টি হাসপাতাল/সংস্থা থেকে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়:

 

ভূমিকা :

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অনুদানপ্রাপ্ত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাস্তবায়িত স্বেচ্ছাসেবী সংস্থা/হাসপাতালসমূহে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করার বিষয়ে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থা ডিপিপি/পিপি/পিসিপি অনুযায়ী চুক্তিবদ্ধ। এ প্রেক্ষিতে নিম্নবর্ণিত হাসপাতাল/প্রতিষ্ঠানসমূহ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 ক্রম.

প্রকল্প/প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

লক্ষ্য ও উদ্দশ্যে

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠান,আগারগাঁও, ঢাকা।  

  • ৩০% বিনামূল্যে বয়োবৃদ্ধদের চিকিৎসা সেবা প্রদান;

বারডেম জেনারেল হাসপাতাল, শাহবাগ, ঢাকা           

  • ডায়াবেটিক সংক্রান্ত রোগের প্রতিরোধ ও চিকিৎসা সেবা প্রদান।
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ইব্রাহিম কার্ডিয়াক, হসপিটাল এন্ড রিসার্স ইনস্টিটিউট, শাহবাগ, ঢাকা।

  • বার্ডেম হাসপাতালে কার্ডিয়াক ইউনিট স্থাপন ও সম্প্রসারনের উদ্দেশ্য হচ্ছে হৃদরোগে আক্রান্ত রোগীদের অত্যাধুনিক ও উন্নত চিকিৎসার লক্ষ্যে একটি কার্ডিওলজি বিভাগ স্থাপন এবং ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

ঢাকা কমিউনিটি হাসপাতাল, বড়মগবাজার, ওয়ারলেস গেইট, ঢাকা-১২১৭।

  • ফ্যামিলি স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, বিশেষ করে নিম্ন আয়ভূক্ত জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা;
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, হাউজ নং-৩৩ /৩৫, রোড নং ১৪/এ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।

  • স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদারকরণ, বিশেষ করে নিম্ন আয়ভূক্ত জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান করা এবং ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান;

আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল, প্লট নং-৩, এমবাংকমেন্ট ড্রাইওয়ে, সেক্টর -১০, উত্তরা মডেল টাউন, ঢাকা     

  • গরীব রোগীদের জন্য ৩০% চিকিৎসা ও সেবা বিনামূল্যে প্রদান
  • ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন নিরুৎসাহিত ও বৈদেশিক অর্থ সাশ্রয় করা।

ন্যশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা

  • বিভিন্ন প্যাথলজি ইত্যাদি পরীক্ষার যথাযথ ব্যবস্থা করা।
  • ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

ডাঃ এম আর খান শিশু হসপিটাল এন্ড ইন্সটিটিউট অব চাইল্ড হেলথ, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা।                

  • মাঠ পর্যায়ে কর্মরত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

ইনস্টিউিট ফর অটিস্টিক চিল্ড্রেন এন্ড ব্লাইন্ড ওল্ড (Old) হোম এন্ড টিএন মাদার চাইল্ড হসপিটাল, সাভার, ঢাকা।

  • গর্ভবতী মা ও শিশুর মৃত্যুহার কমানো। কিশোরী ও মহিলাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা।

১০

ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল, সাভার , ঢাকা।

  • ফাইলেরিয়া আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান, সচেতনতা সৃস্টি করা, প্রশিক্ষণ, পুনর্বাসন ;
  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

১১

ওজিএসবি হাসপাতাল ও ইন্সটিটিউট অব

রিপ্রডাকটিভ এন্ড চাইল্ড হেলথ, পথট নং-৬/১, সেকশন-১৭, মিরপুর-১৪, ঢাকা-১২১৬             

  • প্রজনন স্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়ন;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

১২

শেখ ফজিলাতুনেড়বছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল এন্ড নার্সিং কলেজ নির্মাণ, কাশিমপুর, গাজীপুর

সদর, গাজীপুর।

  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা।

১৩

ডিবিকেপি হাসপাতাল, চনপাড়া, রুপগঞ্জ, নারায়নগঞ্জ।

  • গরীব ও অসহায় জনগণকে কর্মক্ষেত্রে নিয়োজিত করার লক্ষ্যে জীবনমূখী প্রশিক্ষণ প্রদান;
  • গরীব যুব ও তরুনদেরকে তাদেও পরিবার, কর্মস্থল, এবং সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করা;  
  • সাম্য পরিবেশ সৃষ্টির জন্য লিঙ্গ, জাতি ও সম্পদ ভিত্তিক বৈষিম্য দূরীকরণ।
  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

১৪

সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্প, ঝিলটুলি, ফরিদপুর, সদর, ফরিদপুর।

  • হৃদরোগ ও ক্যান্সার রোগ এর চিকিৎসার জন্য আউটডোর ও ইনডোর চিকিৎসা সুযোগ সৃষ্টি করা;
  • পুনবার্সনের ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে রোগীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা;
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

১৫

ফরিদপুর ডায়াবেটিক সমিতি, ফরিদপুর।           

  • হাসপাতালে আগত গরীব রোগীর ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

১৬

রাজবাড়ী ডায়াবেটিক সমিতি, বিনোদপুর, রাজবাড়ী।

  • ডায়াবেটিক রোগের ৰতিকারক দিক সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ;
  • সাধারণ চিকিৎসা সেবার মাধ্যমে এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা;
  • ৩০% গরীব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা; এবং
  • প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও সেবা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান।

১৭

শিশু হাসপাতাল, যশোর।

  • মাঠ পর্যায়ে কর্মরত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীদের শিশু স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

১৮

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্র, ঝিনাইদহ।

  • চক্ষু রোগের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দান ও গবেষনা কার্যক্রম পরিচালনা করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

১৯

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট   

  • হৃদরোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা, গবেষণা, সামাজিক সচেতনতা সৃষ্টি করা;
  • ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান;

২০

সিলেট ডায়াবেটিকস এন্ড জেনারেল হাসপাতাল, পুরান লেন রোড, সিলেট।

  • ডায়াবেটিক ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরী করা;
  • নিয়মতান্ত্রিক জীবন-যাপনের জন্য ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরামর্শ দেয়া;
  • ক্রমবর্ধমান ডায়াবেটিক রোগীদের মেডিক্যাল, সামাজিক ও উপদেশ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা;
  • ডায়াবেটিক রোগীদের বিনামুল্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান;
  • ৩০% রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান;
  • চিকিৎক,নার্স, টেননিশিয়ান ও প্যারামেডিক্সদের প্রশিক্ষণ প্রদান; এবং মহিলা ও শিশু ডায়াবেটিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে প্রাধান্য দেয়া।

২১

হবিগঞ্জ ডায়াবেটিক সমিতি, মাছুলয়িা, হবিগঞ্জ।

  • ডায়াবেটিক রোগীদের উনড়বত চিকিৎসাসেবা প্রদান, সচেতনতা সৃস্টি করা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

২২

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি সিরাজগঞ্জ           

  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা ;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

২৩

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি হাসপাতাল, কুমিল্লা।

  • অপারেশনের মাধ্যমে দৃষ্টিহীনতা প্রতিরোধ ও প্রতিকার করা
  • অন্ধ জনিত কারনে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা;
  • ৩০% গরীব রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ দান।

২৪

চাঁদপুর ডায়াবেটিক সমিতি

  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

২৫

লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতি

  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

২৬

এস্টাবলিশমেন্ট অব সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটাল, সোনাইমুড়ি, নোয়াখালী।

  • অন্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ইনডোর ও আউটডোর সুবিধাদি সৃষ্টি;
  • চক্ষু শিবিরের মাধ্যমে স্কুল ও কলেজগামী শিৰার্থীদের চক্ষু পরীক্ষা করা;
  • ৩০% গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা প্রদান।
  • চক্ষু বিষয়ে জনসচেতনতা তৈরীর লৰ্যে ওয়ার্কসপ/ সেমিনার আয়োজন।

২৭

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া

  • হার্টের রোগীদের জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা;
  • নির্দিষ্ট কিছু রোগীদের চিকিৎসা ব্যয় হ্রাস করা এবং ৩০% গরীব হৃদরোগ রোগীদের ইনডোর-আউটডোর ও পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সেবা প্রদান করা;
  • স্থানীয় জনগণের মধ্যে সেমিনার, ওয়ার্কশপ ও গণমাধ্যম এর হৃদরোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করে তোলা;
  • ডাক্তার, নার্স ও প্যারামেডিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা; এবং
  • হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সঠিক রোগ নির্ণয়ে আরো গবেষণা চালিয়ে যাওয়া।

২৮

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি সিরাজগঞ্জ           

  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা ;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

 

২৯

পাবনা কমিউনিটি হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাসপাতাল, পাবনা

  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

৩০

কিডনী ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউসন, পাবনা

  • চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণের মাধ্যমে উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের জসগণের জন্য কিডনী রোগের প্রাথমিক পর্যায় থেকে প্রানিৱক পর্যায় পর্যনৱ চিকিৎসার সুযোগ তৈরী করা:
  • আধুনিক রোগ নির্ণয়সহ আউটডোর ও ইনডোর সেবা প্রদান এবং দরিদ্রদের জন্য ৩০% বিনামূল্যে সেবা প্রদান:
  • কিডনী রোগের প্রতিরোধ ও চিকিৎসার ব্যপারে গণ সচেতনতা গড়ে তোলা:
  • নিকট আত্নীয়কে কিডনী দান এবং জীবন মৃতাবস্থায়  (ব্রেইন ডেথ) কিডনী দানে জনগণকে উদ্বুদ্ধ করা এবং
  • দেশী বিদেশী বিশেষজ্ঞদের সহযোগিতায় কিডনী ও অন্যান্য রোগের বিষয়ে সিম্পোজিয়াম, সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করা।

৩১

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল নির্মাণ, বালিগ্রাম, চাপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ।    

  • চক্ষু রোগের চিকিৎসার উন্নয়ন;
  • চক্ষু রোগ প্রতিকার ও প্রতিরোধ করা;
  • অন্ধজনিত কারণে গ্রামীণ এলাকায় বসবাসকারীগণের চক্ষু চিকিৎসা, পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা;
  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান।

৩২

নীলফামারী ডায়াবেটিক সমিতি, নীলফামারী

  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে আয়-বৃদ্ধিমূলক কর্মসূচীর ব্যবস্থা;
  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

৩৩

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, পুরাতন হাসপাতাল পাড়া, কুড়িগ্রাম।

  • আধুনিক পদ্ধতিতে ডায়াবেটিক রোগীদেরর চিকিৎসা প্রদান;
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

৩৪

ডায়াবেটিক সমিতি লালমনিরহাট।

  • সাধারন জনগণের মধ্যে ডায়াবেটিকস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা;
  • গরীব রোগীদের সামাজিক পুনর্বাসনের মাধ্যমে আয় বর্ধক কার্যক্রমে উৎসাহিত করা;
  • ডায়াবেটিকস, নন-ডায়াবেটিকস রোগের আধুনিক উনড়বত চিকিৎসা সুবিধা প্রদান ;
  • ৩০% গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা;

৩৫

গাওছুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুর।          

  • চক্ষু রোগের প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দান ও গবেষনা কার্যক্রম পরিচালনা করা।
  • ৩০% গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা;

৩৬

জিয়া হার্ট ফাউন্ডেশণ হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট, দিনাজপুর।

  • ৩০% গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

৩৭

ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর।

 

  • হাসপাতালে আসা গরীব রোগীদের ৩০% বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

 

২০২১- ২০২২ অর্থবছরে উপকারভোগীর তথ্য: 

 

৩৭ টি হাসপাতাল/সংস্থা হতে ৩০% গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

১৪,৯৫,৪৪৮ জন



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon