Wellcome to National Portal
সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২৩

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)

প্রকল্পের নাম      : চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ (১ম সংশোধিত)

বাস্তবায়নকারী সংস্থা        : সমাজসেবা অধিদফতর

প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ : সমাজকল্যাণ মন্ত্রণালয়

প্রকল্পের মেয়াদ             : ১ জুলাই ২০১৭ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়       :

বিবরণ

প্রাক্কলিত ব্যয়

প্রকল্পের প্রস্তাবিত ব্যয় (মোট)

২২০৮৫.০০ লক্ষ টাকা

 জিওবি

২৩৫৮.০০ লক্ষ টাকা

 প্রকল্প সাহায্য (ইউনিসেফ বাংলাদেশ)

১৯৭২৭.০০  লক্ষ টাকা

 

লক্ষ্য উদ্দেশ্য

আগামী ২০২৪ সালের মধ্যে শিশু আইন ২০১৩ বাস্তবায়নের মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও অবহেলা হ্রাসের মাধ্যমে ভারসাম্যপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং উহা প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। এ লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে দেশের United Nations Development Assistance Framework (UNDAF) ভূক্ত ২৬ জেলার ৫২টি উপজেলা এবং ১১ সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

 

সুনির্দিষ্ট উদ্দেশ্য

আগামী ২০২৪ সালের মধ্যে UNDAF ভূক্ত জেলার ১ মিলিয়ন শিশু ও কমিউনিটির লোকজনের জন্য শিশুবান্ধব সামাজিক সুরক্ষা কার্যক্রমের উন্নয়ন ও ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে ।

কার্যক্রম:

  • বিভিন্ন শিখন ও প্রশিক্ষণ এর মাধ্যমে সমাজকর্মী, প্রবেশন অফিসার, শিশুকল্যাণ বোর্ডের সদস্য ও অন্যান্য সমাজসেবীদের সক্ষমতা বৃদ্ধিকরণ;
  • চাইল্ড হেল্পলাইন 1098 শক্তিশালী ও আধুনিকীকরণ;
  • কেস ম্যানেজমেন্ট এর মাধ্যমে শিশুর ঝুঁকি নিরূপণ ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কাঠামো প্রস্তুত;
  • শর্তসাপেক্ষে শিশু সুরক্ষা ভাতা প্রদান (বাল্য বিবাহ রোধ, ঝুঁকিপূর্ণ শ্রম নিরসন, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ );
  • উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু সরক্ষা সমাজকর্মী নিশ্চিতকরণ;
  • প্রতিবন্ধী শিশুবান্ধব সেবার ব্যবস্থা শক্তিশালীকরণ;
  • প্রতিবন্ধী শিশুবান্ধব সেবা প্রদানের জন্য সৃষ্টিশীল মডেল প্রকল্প গ্রহণ;
  • শিশুদের সেবা ও যত্ন বৃদ্ধিকল্পে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়ন;
  • এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের যত্নের জন্য পরিবার এবং সমাজভিত্তিক বিকল্প পরিচর্যা পদ্ধতি অবলম্বন;
  • শিশু অধিকার এবং শিশু সরক্ষা সম্পর্কিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও একাডেমিক ডিগ্রী বিশ্ববিদ্যালয়ে মাধ্যমে প্রবর্তন;
  • সমাজকর্ম ও শিশু সুরক্ষার উপর  মৌলিক সমাজসেবা প্রশিক্ষণ ও পেশাগত সমাজসেবা প্রশিক্ষণ প্রদান;
  • সমাজকর্ম বাস্তবায়নের নিমিত্ত কার্যসম্পাদন পরবতী Frame work তৈরিকরণ;
  • শিশু আইন ২০১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে সমাজসেবা অধিদফতরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা জনবল বৃদ্ধিকরণ;
  • শিশু বান্ধব বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণ;
  • শিশু সেবা হাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, মনোসামাজিক কাউন্সিলিং, বিনোদন প্রদান এর ব্যবস্থাগ্রহণ;
  • শিশু নির্যাতন প্রতিরোধ এর নিমিত্ত সমাজভিত্তিক শিশুসুরক্ষা কাঠামো শক্তিশালীকরণ ও চাইল্ড হেল্পলাইন 1098 অধিকতর কার্যকর করণ;
  • শিশু আইন ২০১৩ অনুযায়ী শিশুকল্যাণ বোর্ডের কার্যক্রম শক্তিশালীকরণ;
  • শিশু সুরক্ষামূলক আইন-কানুন, বিধি-বিধান ও নীতি গ্রহণে এ্যাডভোকেসি প্রদান;

 প্রকল্পের কর্ম এলাকাঃ

বাংলাদেশের ২৬ টি জেলার ৫২টি উপজেলা, ১১টি সিটি কর্পোরেশন, ২টি ছিটমহল (Enclave) এরিয়া ২৫টি সরকারি প্রতিষ্ঠান প্রকল্প এলাকার অন্তর্ভূক্ত করা হয়েছে।

 ক্র.নং

জেলার নাম

উপজেলার নাম

উপজেলরা সংখ্যা

মন্তব্য

বান্দরবান

থানচি ও রুমা

 

কক্সবাজার

উখিয়া ও টেকনাফ

 

রাঙ্গামাটি

বিলাইছড়ি ও জুরাছড়ি

 

খাগড়াছড়ি

লক্ষীছড়ি ও দিঘীনালা

 

ভোলা

চরফ্যাশন, লালমোহন ও মনপুরা

 

বরগুনা

পাথরঘাটা ও বরগুনা সদর

 

পটুয়াখালী

গলাচিপা ও কলাপাড়া

 

সিলেট

সিলেট সদর ও জৈন্তাপুর

 

হবিগঞ্জ

চুনারুঘাট ও বানিয়াচং

 

১০

সুনামগঞ্জ

শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর

 

১১

মৌলভীবাজার

শ্রীমঙ্গল ও রাজনগর

 

১২

শেরপুর

শ্রীবরদী ও নালিতাবাড়ী

 

১৩

নেত্রকোণা

খালিয়াজুরী ও কমলাকান্দা

 

১৪

জামালপুর

ইসলামপুর ও দেওয়ানগঞ্জ

 

১৫

কুষ্টিয়া

দৌলতপুর ও ভেড়ামারা

 

১৬

বাগেরহাট

শরণখোলা ও মোড়েলগঞ্জ

 

১৭

সাতক্ষীরা

শ্যামনগর ও তালা

 

১৮

খুলনা

কয়রা ও দাকোপ

 

১৯

চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ ও সদর উপজেলা

 

২০

সিরাজগঞ্জ

বেলকুচি ও শাহ্জাদপুর

 

২১

নীলফামারী

কিশোরগঞ্জ, ডিমলা ও ডোমার

 

২২

কুড়িগ্রাম

সদর  উপজেলা ও রাজিবপুর

 

২৩

গাইবান্ধা

সদর উপজেলা  ও ফুলছড়ি

 

২৪

লালমনিরহাট

কালিগঞ্জ

 

২৫

টাঙ্গাইল

নাগরপুর ও মধুপুর

 

২৬

গোপালগঞ্জ

কোটালীপাড়া

 

 

মোট

 

৫২

 

 

সিটি কর্পোরেশনঃ

ঢাকা দক্ষিণ , ঢাকা উত্তর , গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, মায়মনসিংহ, খুলনা, রাজশাহী এবং সিলেট।

১১টি

এ্যাংক্লাভ এরিয়ানঃ (ছিটমহল এলাক)

লালমনিরহাট ও পঞ্চগড়।

২টি

শিশু উন্নয়ন কেন্দ্রঃ

শিশু উন্নয়ন কেন্দ্র (বালক),  টঙ্গী, গাজীপুর;  শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) কোনাবাড়ী, গাজীপুর ও শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), পুলেরহাট যশোর।   

৩টি

সেফ হোমঃ

সেফ হোম বাগবাড়ী সিলেট, সেফ হোম সাগরদি বরিশাল, সেফ হোম ফরহাদাবাদ, চট্টগ্রাম, সেফ হোম বাগেরহাট ও সেফ হোম রাজশাহী।

৫টি

সরকারি শিশু পরিবারঃ

সরকারি শিশু পরিবার খুরুলিয়া- কক্সবাজার, সরকারি শিশু পরিবার- চট্টগ্রাম,সরকারি শিশু পরিবার (বালক)-মিরপুর-১০, সরকারি শিশু পরিবার -বেদবেদি রাঙ্গামাটি, সরকারি শিশু পরিবার বান্দরবান, সরকারি শিশু পরিবার, পাংখাইয়া পাড়া-খাগড়াছড়ি, সরকারি শিশু পরিবার -সিরাজগঞ্জ, সরকারি শিশু পরিবার -গাইবান্ধা, সরকারি শিশু পরিবার- কুড়িগ্রাম, সরকারি শিশু পরিবার- নীলফামারী, সরকারি শিশু পরিবার -চাঁপাইনবাবগঞ্জ, সরকারি শিশু পরিবার -ভোলা, সরকারি শিশু পরিবার -পটুয়াখালী, সরকারি শিশু পরিবার -বরিশাল, সরকারি শিশু পরিবার- বরগুনা, সরকারি শিশু পরিবার- সিলেট ও সরকারি শিশু পরিবার- জামালপুর।

১৭টি

সিএসপিবি প্রকল্পের প্রেক্ষাপট: 

  • সামাজিক সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ করে পথ শিশুদের সুবিধা প্রদানের লক্ষ্যে ১৯৯৯ সালের এপ্রিল মাস হতে UNDP’র অর্থায়নে Appropriate Resources for Improving Street Children’s Environment (ARISE) প্রকল্পের যাত্রা শুরু হয়ে মার্চ ২০০৭ সালে সমাপ্ত হয়েছে।  পরবর্তীতে UNICEF বাংলাদেশের অর্থায়নে Protection of Children at Risk (PCAR) প্রকল্প , ১ এপ্রিল ২০০৭ হতে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত হয়। এরপর
  • সিএসপিবি প্রকল্প, ফেইজ- ১, ১লা জানুয়ারি ২০১২ হতে শুরু হয়ে ৩০ জুন ২০১৭ তারিখে সমাপ্ত হয়। সিএসপিবি প্রকল্প, ফেইজ ২, ১ জুলাই ২০১৭ হতে  শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত  চলমান থাকে এবং পরবর্তীতে প্রকল্পের শিশুবান্ধব জরুরী কার্যক্রম অনুমোদিত বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী বর্তমান চলমান রয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পের সংশোধিত TAPP’র  মেয়াদকাল ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রস্তাব করে মন্ত্রণালয়ে সদয় অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর প্রেক্ষাপট:

শিশুআইন ২০১৩ অনুসারে শিশু অধিকার ও শিশুর সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় দেশব্যাপী চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এর কার্যক্রম গত ডিসেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হয়েছে। সমাজসেবা অধিদফতরের ৮ম তলায় চাইল্ড হেল্পলাইন এর কেন্দ্রীয় কল সেন্টার স্থাপন করা হয়েছে। সরকারি ও সাপ্তাহিক ছুটিরদিন সহ ২৪ ঘণ্টা কল সেন্টার এর কার্যক্রম চালু থাকে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ অক্টোবর ২০১৬ খ্রি. চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

প্রকল্পের কাজের সংক্ষিপ্ত অগ্রগতি (জুলাই ২০১৭ থেকে জুন ২০২২):

 

ক্রম.

কাজের বিবরণ

মোট অগ্রগতি

মন্তব্য

০১

বিএসএসটি প্রশিক্ষণ প্রদান 

৩০০ জন

 

০২

পিএসএসটি প্রশিক্ষণ প্রদান 

৩০০ জন

 

০৩

কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

৫৬৮জন

 

০৪

শিশু আইন-২০১৩ বিষয়ক প্রশিক্ষণ

৫২জন

 

০৫

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ বিষয়ক সচেতনামূলক সভা

৮৬৬ টি

 

০৬

সুবিধাবঞ্চিত শিশূদের শর্তযুক্ত অর্থ সহায়তা প্রদান

১৬৮৮জন

 

০৭

প্রতিবন্ধী শিশুদের শর্তযুক্ত অর্থ সহায়তা প্রদান

১৬০ জন

 

০৮

শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জামিনে মুক্ত শিশুদের অর্থ সহায়তা প্রদান

১০৩৮ জন

 

০৯

কোভিড কালীন প্রতিষ্ঠানে শিশুদের মানসিক চাপমুক্ত ও বিনোদনের জন্য খেলাধূলা ও বিনোদমূলক সামগ্রী বিতরণ করা হয়েছে

১৩১টি প্রতিষ্ঠান

 

১০

প্রতিষ্ঠানকে শিশু উপযোগী পরিবেশ উন্নয়নে সহয়তা

১১টি প্রতিষ্ঠান

 

১১

সমাজকর্মীদের Kits বিতরণ (ওয়েস্ট কোট, ছাতা, টর্চ, ব্যাগ, হুইসেল, কাগজ, কলম, রাইটিং বোর্ড)

৬২৩ জন

 

১২

সমাজকর্মীদের ল্যাপটপ প্রদান

২২৫ জন

 

১৩

কেস ম্যানেজমেন্ট ফরম সহজীকরণ/ সিম্পিলিফিকেশন

সম্পন্ন হয়েছে

 

১৪

ওয়েববেজ অনলাইন কেস ম্যানেজমেন্ট ডাটাবেজ তৈরী

চলমান আছে

 

১৫

শর্তযুক্ত অর্থসহায়তা প্রদানের গাইডলাইন রিভিউ:

সম্পন্ন হয়েছে

 

১৬

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ স্ট্যান্ডার্ড অপারেশনাল গাইডলাইন তৈরি

সম্পন্ন হয়েছে

 

১৭

জেলা ও উপজেলা শিশুকল্যাণ বোর্ড মিটিং আয়োজন

৩৩৯টি

 

১৮

মাসিক কেস কনফারেন্স সভা আয়োজন

৬৩৫ টি

 

১৯

কেস ম্যানেজমেন্ট এর আওতায় সুবিধাবঞ্চিত শিশুর পরিবারকে  (কম্বল বড় সাইজ -২ টি, কম্বল ছোট সাইজ ২ টি,  সাবান গোসল করা ২ টি, সাবান পাকড় কাচা ২ টি, টুথপেস্ট ২ টি, টুথ ব্রাস (বড়- ২টি, ছোট-২ টি) ৪ টি , মশারী ৪ টি, সোলার এনার্জি লাইট ১ টি, গামছা ২ টি ও ব্যাগ ১ টি ) সহয়তা প্রদান ।

 

১০০০ জন

 

 

২০

সমাজকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ 

২০০ পিপিই গাউন,

২১৫০ টি চশমা,

১০৭৫০টি হ্যান্ড গ্লভস্,

১৬৫০টি স্যানিটাইজার ও

৮৫০০টি মাস্ক।

 

২১

পথ শিশুদের আশ্রয় ও জরুরী সেবা প্রদানের লক্ষ্যে তাবু ভিত্তিক সেবা কার্যক্রম

ঢাকা শহরে ৩টি Tent based Service Hub স্থাপন ( গাবতলী, সদরঘাট ও কমলাপুর)

 

২০

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর মাধ্যমে সেবা প্রদান:

জন

 

২০.০১

সর্বমোট কল গ্রহণ

726015

 

২০.০২

বাল্য বিবাহ বন্ধ

2754

 

২০.০৩

বিদ্যালয় সম্পর্কিত

12421

 

২০.০৪

শিশু নির্যাতন সম্পর্কিত

8572

 

২০.০৫

আইনী সহায়তায় সহযোগীতা

18753

 

২০.০৬

বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান

420510

 

২০.০৭

বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সেবা গ্রহণের জন্য যোগযোগ / লিংক করে দেয়া

56979

 

২০.০৮

 কাউন্সিলিং সেবা প্রদান

31980

 

২০.০৯

করোনা ভাইরাস ( কোভিড-১৯) ও অন্যান্য  বিষয়ক

163725

 

 

প্রকল্পের জনবল:

 

ক্রম.

প্রস্তাবিত পদের নাম   

মূল টিএপিপি

1ম সংশোধিত টিএপিপি অনুযায়ী মোট জনবলের সংখ্যা

মন্তব্য

১.

জাতীয় প্রকল্প পরিচালক (প্রেষণে) গ্রেড-৩

১ জন

১ জন

জিওবি পদ

২.

সহকারী প্রকল্প পরিচালক  (প্রেষণে)

১ জন

১ জন

জিওবি পদ

3.

ম্যনেজার- ফাইন্যান্স এন্ড এ্যাডমিন

১জন

১জন

 

4.

প্রোগ্রাম অফিসার (সোস্যাল প্রটেকশন অব চিলড্রেন)

১জন

১জন

 

5.

প্রোগ্রাম অফিসার  (মনিটরিং এন্ড ডকুমেন্টশন অফিসার)

১জন

১জন

 

6.

চাইল্ড হেল্প লাইন অফিসার

১জন

১জন

 

7.

এ্যাডমিন  অফিসার

১জন

১জন

 

8.

প্রোগ্রাম  এসোসিয়েট

১জন

১জন

 

9.

ড্রাইভার

১জন

১জন

 

10.

ম্যাসেঞ্জার (এমএলএসএস)

২জন

১জন

 

11.

নাইটগার্ড

১জন

১জন

 

12.

ক্লিনার কাম আয়া

১জন

১জন

 

13.

সোস্যাল ওয়ার্কার ফর কল এজেন্ট অব চাইল্ড হেল্প লাইন

১৫জন

23 জন

 

14.

সোস্যাল ওয়ার্কার

48 জন

472 জন

 

15.

সাইকোসোস্যাল কাউন্সেলর (ইনস্টিটিউশন ও চাইল্ড হেল্প লাইন)

08 জন

28 জন

 

16.

চাইল্ড প্রটেকশন এক্সপার্ট

--

১জন

 

17.

বিভাগীয় চাইল্ড প্রটেকশন ম্যানেজার

--

8জন

 

19.

আইটি অফিসার

--

১জন

 

20.

একাউন্ট এসোসিয়েট-১ / এ্যাডমিন এসোসিয়েট-১

--

২জন

 

21.

কেয়ার টেকার

5 জন

5 জন

 

 

মোট

8২ জন

৫52 জন