ভূমিকা
সমাজসেবা অধিদফতর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের (অন্ধ বিদ্যালয়) জন্য ৫টি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করছে। বিদ্যালয়সমূহ ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালে অবস্থিত। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের পড়াশুনার সুযোগদানের জন্য এসকল বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। এ সকল বিদ্যালয়ে হোস্টেল সুবিধা রয়েছে।
সেবাদান কেন্দ্র
ক্রম |
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
নিবাসীর ধরন |
অনুমোদিত আসন |
ফোন নম্বর |
১ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, সেকশন-১৪, মিরপুর, ঢাকা |
মিশ্র |
৩০ |
০২-৯০০৩৫৪০ |
২ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, গোয়ালখালী, খুলনা |
মিশ্র |
৫০ |
০৪১-৭৬২৯৯৭ |
৩ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, মুরাদপুর, চট্টগ্রাম |
মিশ্র |
৫০ |
০৩১-৬৫৫৭২৯ |
৪ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, ষষ্ঠীতলা, রাজশাহী |
মিশ্র |
১০০ |
০৭২১-৭৭২৭৫৮ |
৫ |
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, সাগরদী, বরিশাল |
মিশ্র |
১১০ |
০৪৩১-৬৩৩৯০ |
|
|
সর্বমোট |
৩৪০ |
|
সেবা গ্রহীতা
সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
কার্যাবলি
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়
শ্রবণ প্রতিবন্ধী শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণাল সমাজসেবা অধিদফতর ৭টি শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা করছে। এ সকল বিদ্যালয়ে ছাত্রদের ইশারা ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি সাধারণ শিক্ষা প্রদান করা হয়।
সেবাদান কেন্দ্র
ক্রম |
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
নিবাসীর ধরন |
অনুমোদিত আসন সংখ্যা |
ফোন নম্বর |
১ |
বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, সেকশন-১৪, মিরপুর, ঢাকা |
বালক |
৮০ |
৯০০৩৫৪০ |
২ |
বাক-শ্রবণ প্রতবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, গোয়ালখালী, খুলনা |
মিশ্র |
৮০ |
০৪১- ৭৬২৯৯৭ |
৩ |
বাক-শ্রবণ প্রতবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, মুরাদপুর, চট্টগ্রাম |
মিশ্র |
৮০ |
০৩১-৬৫৫৭২৯ |
৪. |
বাক-শ্রবণ প্রতবন্ধী বিদ্যালয়, পিএইচটি সেন্টার, ষষ্ঠীতলা, রাজশাহী |
মিশ্র |
৮০ |
০৭২১-৭৭২৭৫৮ |
৫. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, ফরিদপুর |
মিশ্র |
১০০ |
০৬৩১-৬৪০০৮ |
৬. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বাবুরহাট, চাঁদপুর |
মিশ্র |
১০০ |
০৮৪১-৬৫৮২৯ |
৭. |
সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, শেখঘাট, সিলেট |
মিশ্র |
১০০ |
২৮৩৩৮৮০ |
৮. | সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, ঝিনাইদহ | মিশ্র | ১০০ | +৮৮০১৭০৮৪১৫৪৭০ |
|
|
সর্বমোট |
৭২০ |
|
সেবা গ্রহীতা
সেবা
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)
আগ্রহী অভিভাবকদের নির্ধারিত ফরমে বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হয়। সংশ্লিষ্ট প্রধান শিক্ষক প্রাপ্ত আবেদনপত্রের তালিকা প্রস্ত্তত করে ভর্তি কমিটির সভার মাধ্যমে বাক শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নির্বাচন করা হয়। এ সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভরণ-পোষণসহ দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
কার্যাবলি
নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র
সেবা প্রদানের সময়সীমা
যার সাথে যোগাযোগ করতে হবে
প্রধান শিক্ষক, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়